skip to Main Content
মর্যাদাপূর্ণ ক্যালেন্ডারে ওয়াসফিয়া নাজরীন

ক্যানভাস রিপোর্ট

ওয়াসফিয়া নাজরীন । বাংলাদেশি আলোকিত পর্বতারোহী। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্খ এভারেস্ট চূড়ায় পা রেখেছেন এক দশক আগে। এরপর প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্খ কে-টুর চূড়াও জয় করেছেন গত বছর (২০২২)।

সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্খ জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া এই পর্বতারোহী এবার পেলেন এক দারুণ সম্মান। মর্যাদাপূর্ণ ‘২০২৩ উইমেন অব মাউন্টেইনারিং ওয়াল ক্যালেন্ডার’-এ জায়গা পেলেন তিনি। এডব্লিউই সামিট স্কলারশিপ ফাউন্ডেশন প্রকাশিত এই ক্যালেন্ডারে পর্বতারোহনে অনুপ্রেরণাদায়ী নারীরা জায়গা পেয়ে থাকেন।

উইমেন অব মাউন্টেনারিং ওয়াল ক্যালেন্ডারের পাতায় ওয়াসফিয়া নাজরীন। ছবি: ফেসবুক/ওয়াসফিয়া নাজরীন

ফাউন্ডেশনটির ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে ওয়াসফিয়ার পরিচয় লেখা রয়েছে, প্রথম বাংলাদেশি ও বাঙালি হিসেবে তিনি সেভেন সামিট সম্পন্ন করেছেন।

ক্যালেন্ডারটিতে ওয়াসফিয়ার পাশাপাশি আরও জায়গা পেয়েছেন আমেরিকা অঞ্চলের প্রথম নারী হিসেবে সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়াই কে-টু সামিট সম্পন্নকারী কার্লা পেরেজ [ইকুয়েডর], প্রথম নেপালি নারী হিসেবে আইএফএমজিএ মাউন্টেন গাইডে জায়গা করে নেওয়া দাওয়া ইয়াংজুম শেরপা [নেপাল], মাউন্ট ভিনশনে সামিটকারী প্রথম ট্রান্স মাউন্টেনার ইরিন পারিসি [যুক্তরাষ্ট্র], প্রথম নারী হিসেবে সাপ্লিমেন্টাল অক্সিজেন কিংবা পোর্টারের সাহায্য ছাড়াই বিশ্বের ১৪x৮০০০ মিটার পর্বতচূড়ায় আরোহণকারী গার্লিন্ড কাল্টেনব্রানার [অস্ট্রেলিয়া], সবচেয়ে কমবয়সী হিসেবে ১২x৮০০০ মিটার পর্বতচূড়ায় (এর মধ্যে পাঁচটিই সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া) আরোহণকারী গ্রেস সেং [তাইওয়ান], আংশিক অন্ধত্ব নিয়েও ৮০০০ মিটার উচ্চতার ১৪টি পর্বতচূড়ার সবগুলোতে আরোহণের পথে এগিয়ে যাওয়া জিল হুইটলি [কানাডা], প্রথম নারী হিসেবে এক মৌসুমেই বিশ্বের ১১টি ১৪x৮০০০ মিটার পর্বতচূড়া জয়কারী ক্রিস্টিন হ্যারিলা [নরওয়ে], সবচেয়ে কমবয়সী আমেরিকান নারী হিসেবে এভারেস্টে সামিটকারী লুসি ওয়েস্টলেক [যুক্তরাষ্ট্র], প্রথম আমেরিকান নারী হিসেবে সাপ্লিমেন্টাল অক্সিজেনের সাহায্য ছাড়াই এভারেস্টে সামিট ও অবতরণকারী মেলিসা অ্যার্নট [যুক্তরাষ্ট্র], একটি উইমেন অ্যান্ড পিটিধর আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যালে ক্লাইম্বকে নেতৃত্বধানকারী পেশাদার আইস অ্যান্ড রক ক্লাইম্বার প্রেরণা দাঙ্গি [ভারত] এবং প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে এভারেস্ট সামিটকারী সোফিয়া ডেনেনবার্গ [যুক্তরাষ্ট্র]।

ওয়াসফিয়া নাজরীন। ছবি: ফেসবুক/ওয়াসফিয়া নাজরীন

মর্যাদাপূর্ণ এই ক্যালেন্ডারে জায়গা করে নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়াসফিয়া নাজরীন। বলে রাখা ভালো, ক্যালেন্ডারটি সামিট স্কলারশিপ ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে কেনা যাবে, ৩০ ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top