skip to Main Content
স্কেলেটাল জুয়েলারির জাদু

ক্যানভাস ডেস্ক

কনসেপচুয়াল ব্র্যান্ড ‘কস্টিউম থেরাপি’র স্কেলেটাল কাফ এমনই, যার দেখা সাধারণ জুয়েলারি বক্সগুলোতে খুঁজে পাওয়া যাবে না। বেলগ্রাদে জন্মগ্রহণকারী কাতারিনা রাদোভিচ এই প্যানডেমিকের সময়ে নিজের এ ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন।

তার ব্র্যান্ডের মেটালওয়ার্ককে তিনি ‘বডি অ্যাডর্নমেন্টস’ ও ‘পাওয়ার অবজেক্টস’ হিসেবে অভিহীত করেছেন।

স্কেলেটাল জুয়েলারি। ছবি: কস্টিউম থেরাপির সৌজন্যে

সায়েন্টিস্ট, ট্যাটু আর্টিস্ট, চিকিৎসক ও ভিডিওগ্রাফারসহ ফ্যাশনসচেতন অনেকের মাঝে ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ওই জুয়েলারিগুলো। এমন ঘটনাকে ডিজাইনার কাতারিনা অভিহীত করেছেন ‘অপ্রত্যাশিত সাফল্য’ হিসেবে।

এই ইউনিক ডিজাইনগুলো নজর কেড়ে নিয়েছে ‘ব্রিটিশ ভোগ’ ম্যাগাজিনের এডিটর ইন চিফ এডওয়ার্ড এনিংফুলেরও। এর ফল হিসেবে ম্যাগাজিনটির আগস্ট ২০২২ প্রাইড ইস্যুর কভারে জায়গা পেয়েছে দৃষ্টি আকর্ষক এই জুয়েলারিগুলো।

স্কেলেটাল জুয়েলারি। ছবি: কস্টিউম থেরাপির সৌজন্যে

জানা যায়, ক্যারিয়ারের বেশির ভাগ সময় জুড়েই ‘ওয়ান-ওম্যান আর্মি’ হিসেবে কাজ করছেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বসবাসকারী কাতারিনা। এ বেলা তিনি মন দিয়েছেন এই বিশেষ জুয়েলারির ডিজাইনে।

প্রাথমিক সাফল্যে উচ্ছ্বসিত কাতারিনা বলেন, ‘আমার মাথায় এখন ভরপুর আইডিয়া খেলা করছে।’ তাই আশা করা যায়, স্কেলেটাল জুয়েলারির আরও দারুণ কিছু জাদু দেখতে যাচ্ছে ফ্যাশন দুনিয়া।

  • সূত্র: ব্রিটিশ ভোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top