skip to Main Content
স্যামসাং এর ফোল্ডেবল স্মার্টফোন

ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে বেশ কিছু দিন যাবত চলছিলো নানা গুঞ্জন। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ঘোষনা দেয়, ফোল্ডেবল বা ভাজ করা যায় এমন একটি স্মার্টফোন বাজারে ছাড়বে। যা প্রযুক্তি বিশেষজ্ঞদের মাঝে বেশ আলোড়ন তৈরি করে। অবশেষে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যামসাং ডেভেলপার্স কনফারেন্সে (এসডিসি ২০১৮) ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লেযুক্ত নতুন স্মার্টফোনটি প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের মোবাইল বিপণন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাস্টিন ডেনিসন সম্মেলনে উপস্থিতদের মধ্যে ফোনটি তুলে ধরেন। যার ভাঁজ খুললো দেখাবে একটি ট্যাবলেট ফোনের মতো। আর সাধারণ অবস্থায় অন্যসব ফোনের মতো।

ভাঁজ করা স্মার্টফোনটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। আবার ভাঁজ করে পকেটেও রাখা যাবে। এর আকার হবে ৭ দশমিক ৩ ইঞ্চি। অবশ্য স্যামসাং যে ডিভাইসটি দেখিয়েছে, সেটি চূড়ান্ত নয়। পরে এটি আরও উন্নত করে বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। মাল্টি–অ্যাকটিভ উইন্ডো থাকায় এতে তিনটি অ্যাপ একসঙ্গে চলবে।

স্যামসাং জানিয়েছে, তাদের প্রথম প্রজন্মের ফোল্ডেবল বা ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোনে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে ব্যবহৃত হবে। এ ছাড়া ডেভেলপারদের জন্য বিক্সবি ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট উন্মুক্ত করছে স্যামসাং। এতে গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপলের সিরি, আমাজনের অ্যালেক্সা ও মাইক্রোসফটের করটানার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে ব্রিক্সবি।

ভাঁজ করার ফোনের বাজারে আসতে স্যামসাংয়ের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালাচ্ছে। আগামী বছর হুয়াওয়ে ভাঁজ করা ফোন বাজারে আনতে পারে। লেনোভো, শাওমি ও এলজি এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top