skip to Main Content
১৫ বার হাত থেকে পড়লেও ক্ষতিগ্রস্ত হবে না ফোন!

এগিয়ে চলছে প্রযুক্তি। জীবনযাপন হয়ে আসছে সহজ। সহজ থেকে সহজতর করতে কোমর বেঁধে এগিয়ে চলেছে প্রযুক্তি। প্রযুক্তির অগ্রগতি সবচেয়ে বেশি চোখে পড়ে মোবাইল ফোনে। একসময় তারের মাধ্যমে কথা বলা, তারপর এলো তারহীন মোবাইল ফোন। ধীরে ধীরে সেই মোবাইল ফোনে যুক্ত হতে থাকল নানা রকম ফিচার। এখন তো ভাঁজ করা স্মার্টফোনও আসি আসি করছে। পরিবর্তন এসেছে মোবাইল ফোনের আউটলুকেও। এমন ফোন তৈরি করা হচ্ছে যার এপাশ-ওপাশ দেখা যাবে। মানে স্বচ্ছ মোবাইল ফোন। কেমন হয় যদি আপনার হাতের মুঠোয় কাঠ কিংবা সাপের চামড়ার মতো কেসিং যুক্ত কিন্তু একেবারেই স্বচ্ছ কোনো ফোন চলে আসে?
গরিলা গ্লাসের এমনই ফোনই বাজারে আসছে এবার। এটি গরিলা গ্লাসের সর্বশেষ সংস্করণ, যা একেবারে স্বচ্ছ হতে পারে। হাতে নিলেই ওপারের সবকিছু দেখা যাবে। কাঠের মতো দেখতে অনেকগুলো ফোন নির্মিত হচ্ছে। দেখতে একদম কাঠ মনে হলেও এই ফোনগুলো মূলত গরিলা গ্লাস দিয়েই তৈরি করা হয়েছে।
পরবর্তী প্রজন্মকে লক্ষ্য করে এমন ফোন বাজারে নিয়ে আসছে অ্যাপল ও স্যামসাং। এসব ফোনে কোনো প্রকার দাগ ও মরচে পড়বে না। গরিলা গ্লাস দ্বারা নির্মিত হলেও ফোনগুলো কাচের মতো দেখা যাবে না।
১৮ জুলাই বুধবার গরিলা গ্লাস প্রতিষ্ঠানের এক সংবাদ সম্মেলনে নতুন মডেলের ওই ফোনগুলো প্রদর্শন করা হয়েছে। ফোনটির নতুন ডিজাইন ও অঙ্গসজ্জাকে বলা হচ্ছে ‘ভাইব্র্যান্ট’ গরিলা গ্লাস। এ ধরনের ফোন প্রথম ২০১৬ সালে বাজারে আসে। তখন বলা হয়েছিল, এই প্রযুক্তি দ্বারা উচ্চতর রেজুলেশনের ছবি প্রিন্ট করা সম্ভব হবে।
এখন বলা হচ্ছে এই ফোন আগের সব গরিলা গ্লাস থেকে আরও উচ্চ মানসম্পন্ন। এটি আঘাত প্রতিরোধক। বলা হচ্ছে যে শক্ত মেঝেতে অন্তত ১৫ বার এই ফোনের কোনো প্রকার ক্ষতি হবে না। গরিলা গ্লাসের এ ফোনগুলো কবে নাগাদ বাজারজাত করা হবে, তা এখনো নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top