হরাইজন
পোশাক বিক্রেতা দীপিকা
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন তার ভক্তদের উপহার দিয়েছেন নতুন চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ঘোষণা দেন, দীপিকা পাড়ুকোন ডট কম ওয়েবসাইটে বিক্রি করা হবে তার সংগ্রহে থাকা পোশাক। কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে এই বলিউড তারকাকে। পোশাক বিক্রির এই উদ্যোগও এর অংশ। এখান থেকে অর্জিত অর্থ জমা হবে দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশনের তহবিলে। ভিডিও বার্তায় দীপিকা পাড়ুকোন আরও জানান, ফাউন্ডেশনটি মানসিক স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। তাদের কাজকে আরেকটু এগিয়ে দিতে এই উদ্যোগ।
বিগ ব্যাং ওয়াচ
ঘড়ি তৈরিতে এবার নতুন উপাদান ব্যবহার করল অভিজাত ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাবলট। সাক্সেম এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে স্যাফায়ার অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড রেয়ার আর্থ মিনারেল। নতুন এই উপাদানের বৈশিষ্ট্য হচ্ছে এটি ঘড়ির কেসকে স্বচ্ছ বানিয়েছে। ফলে এই ঘড়ির অভ্যন্তর দৃশ্যমান। নির্মাতা প্রতিষ্ঠান যার নাম দিয়েছে আইকনিক বিগ ব্যাং ওয়াচ। প্রথম পর্যায়ে হাবলট মাত্র বিশটি ঘড়ি তৈরি করেছে। প্রতিটির মূল্য ১ লাখ ২৫ হাজার ইউরো। বাংলাদেশি টাকায় ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা।
কার্ল লেগারফেল্ডের সঙ্গে
ফ্যাশন ব্র্যান্ড পুমা এবার যুক্ত হয়েছে কার্ল লেগারফেল্ডের সঙ্গে। ব্র্যান্ড দুটি তাদের ফল উইন্টার কালেকশন সাজিয়েছে স্নিকার ও ফুল সাইজ অ্যাপারেলে। এর নাম রাখা হয়েছে পুমা সেল এলিয়েন। যেখানে আজোয়া ব্লুর সঙ্গে কালো, ধূসর, সাদা ও লালের মাল্টিলেয়ার ডিজাইন চোখে পড়ে। ওয়েবিং ম্যাটেরিয়ালে তৈরি হয়েছে স্নিকার। অ্যাপারেল কালেকশনে রয়েছে ওয়াইড লেগড প্রেস বাটন ট্র্যাক প্যান্ট, হাফ জিপ টপ, দুই রঙা ট্র্যাক জ্যাকেট ইত্যাদি। তবে টি-শার্ট এবং সিলভার জ্যাকেটের বিশেষত্ব নজর কাড়ে। ১২ অক্টোবর থেকে পুমা এবং কার্ল লেগারফেল্ডের আউটলেটে পাওয়া যাচ্ছে পুমা সেল এলিয়েনের পোশাক ও অ্যাকসেসরিজ।