আজকের রাশি I ১৭ জানুয়ারি
মেষ
যা করার জন্য মুখিয়ে আছেন, আজ তা করতে পারবেন, খুশি তো?
বৃষ
কথা নয় কাজ- আজ এই আপ্তবাক্য অক্ষরে অক্ষরে পালন করা চাই।
মিথুন
যে মিলনমেলা বসবে আজ, আপনি কিন্তু তার প্রাণভোমরা। দায়িত্ব-সচেতনতার পরিচয় দিন।
কর্কট
তেড়ে আসবে কেউ। সচেতন প্রতিক্রিয়াই কাম্য।
সিংহ
হবে না, হবেনা করেও অনেক কিছু হবে আজ। কী বুঝলেন!
কন্যা
সুসংবাদের সৌরভ কেমন হয় জানেন? আজ জানবেন।
তুলা
দূরে কোথাও যাচ্ছেন আজ। যাত্রা শুভ হোক।
বৃশ্চিক
নিখাদ আনন্দের দিন। এক ফোঁটা গ্যাঞ্জাম নেই।
ধনু
ত্যাগের যে সৌন্দর্য ধারণ করে আছেন, আজ তার ঝলক দেখাতে যাচ্ছেন।
মকর
কারও শ্রম কখনো সস্তা হয় না। সস্তায় আপনার শ্রমটুকু বিকিয়ে দেবেন না।
কুম্ভ
কোনো একটা অসুবিধাই সুবিধার কারণ হবে আজ। কী চমৎকার।
মীন
নিজের অজান্তেই নিজেকে অন্যভাবে আবিষ্কার করবেন আজ। কী যে হলো!