বর্ষাতেও তেলে চুল তাজা
চুলের রুক্ষ, তেলতেলে স্বভাবটা ফিরে এসেছে? ঝরে পড়াটাও বেড়েছে? স্ক্যাল্পের আচরণও কেমন যেন অস্বাভাবিক? চুল টের পেয়ে গেছে বর্ষাকালের উপস্থিতি। তাকে সামাল দিতে উপায় একটাই। সঠিক যত্ন আর একটু সাবধানতা। আর সেটা শুরু হোক তেল দিয়েই।
সবসময় তেল মেখে ঘুরতে হবে তা কিন্তু নয়। তবে এটি চুলে পুষ্টির যোগানোর প্রধান একটি উপায়। তাই বর্ষায় চুল মজবুত ও সমস্যা মুক্ত রাখতে চাইলে ব্যবহার করা যেতে পারে বিশেষ কিছু তেল।
অ্যালো অয়েল
বর্ষায় বাড়তি চুল পড়া কমাবে। অ্যালোভেরার এনজাইম সারাবে স্ক্যাল্পের সমস্যা। এতে চুল হয়ে উঠবে খুশকি মুক্ত, ঝরঝরে, উজ্জ্বল। তেলটা বানানোও সহজ। অ্যালোভেরার পাতা কেটে তার ভেতর থেকে জেল বের করে নিতে হবে। তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন, তবে পানি মেশানো যাবে না। এই লিক্যুইড অ্যালোভেরা জেলের সঙ্গে সমপরিমাণ নারিকেল তেল মিশিয়ে ৩০-৪৫ মিনিট চুলায় জ্বাল দিতে হবে। মিশ্রণ বাদামি হতে শুরু করলে তা ছেঁকে নিন। ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করা যাবে।
নিম তেল
অ্যান্ট ফাঙ্গাল প্রোপার্টি যুক্ত। তাই খুশকি, চুলকানির মতো মাথার ত্বক সমস্যা সারাতে পারে। চুলের গোড়া মজবুত করতেও এর জুড়ি নেই। সহজেই তৈরি করে নেয়া যায় এই তেল। প্রথমে পরিমাণ মতো নিমপাতা নিয়ে তা ভালো করে ধুতে হবে। তারপর তা বেটে নিন। চুলায় পরিমাণমতো নারিকেল তেল নিয়ে গরম হতে শুরু করলে তাতে নিমপাতা বাটা মিশিয়ে নিতে হবে। নাড়তে হবে ঘন ঘন। মিশ্রণটি ফুটতে শুরু করলে আরও মিনিট খানেক জ্বালিয়ে নিন। তেল সবুজ রঙ ধারণ করলে নামিয়ে ফেলতে হবে। তারপর ভালো করে ছেঁকে ঠান্ডা হলে বোতলে সংরক্ষণ করুন।