skip to Main Content

পোর্টফোলিও I সাসটেইনেবল স্পিরিট

অতিমারির আঘাত কাটিয়ে রানওয়েতে ফিরতে শুরু করেছে ফ্যাশনবিশ্ব। পিছিয়ে নেই দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিও। যার ঝলক দেখা গেছে গেল মার্চে আয়োজিত ট্রেসেমে স্প্রিং ইন ব্লুম ২০২১ প্রদর্শনীতে। ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) পার্টনারশিপে। যাতে প্রদর্শিত হয় দেশসেরা ডিজাইনারদের পোশাক। শিকড়ে ফিরে যাওয়ার সুস্পষ্ট বার্তা নিয়ে। এক্সিবিশনে অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় ছয় ডিজাইনারের প্রদর্শিত পোশাকগুলোর মধ্য থেকে বাছাই করা স্টেটমেন্ট আউটফিটগুলো নিয়েই ক্যানভাসের এবারকার আয়োজন জানাচ্ছেন জাহেরা শিরীন

ছবি: তানভীর
মেকওভার: পারসোনা

মাহিন খান
হাতে তৈরি শোলার ফুলে সুস্পষ্ট গন্ধ মেলে শিকড়ের। দেশীয় শিল্পকলা আর ঐতিহ্যের। পোশাকের জমিনে ফুল ফুটিয়ে সেই গল্পই বোনা হয়েছে এবারের কালেকশনে। তাঁতের টানাপোড়েনে, মিহি সুতার বুননে তৈরি সাসটেইনেবল সব ফ্যাব্রিক। ক্ল্যাসিক স্টাইল এবং কনটেম্পরারি ফ্যাশনের পারফেক্ট কম্বিনেশনে তৈরি পোশাকগুলোতে প্রাধান্য পেয়েছে লং প্যাটার্ন আর ফ্লেয়ারড সিল্যুয়েট। তাতে সুই-সুতোর বুননে তৈরি শোলার ফুলের ডিটেইলিং। পারফেক্ট এক্সাম্পল অব ফ্যাশন মিটস হেরিটেজ।ব্লক প্রিন্টেড ফ্লেয়ারড লং কুর্তিতে প্লিটেড ডিটেইল। আপার পার্ট জুড়ে ভরাট সুই-সুতার ফোঁড়। স্লিভেও হ্যান্ড স্টিচের ডিটেইলিং। টাসেল দেওয়া টাইড আপ নেকলাইন
মডেল: বৃষ্টি

তাঁতে বোনা শতভাগ সুতি শাড়ির আঁচল আর পাড় জুড়ে ভরাট নকশার ফোঁড়, টাসেলের ডিটেইল। মানানসই খাদি ব্লাউজে হ্যান্ডস্টিচড প্যাচওয়ার্ক
মডেল: এফা

সুতির প্লিটেড লং কুর্তিতে ফ্লেয়ারড সিলুয়েট। আপার পার্টে ভরাট সূচিকর্ম। টাইড আপ নেকলাইন
মডেল: অর্পিতা

চন্দনা দেওয়ান
মূলত প্যাচওয়ার্কেই তার মুনশিয়ানা, এ নিয়েই চলে যত নিরীক্ষা। এবারের কালেকশনের প্যাচওয়ার্কও তাই ভিন্নধর্মী, প্রকৃতির মায়ায় অনুপ্রাণিত। রিসাইকেলড দেশীয় ফ্যাব্রিকগুলো জোড়া দিয়ে তৈরি, কর্ড স্টাইলের প্যাচ। সেটাই বসানো হয়েছে এথনিক এবং ওয়েস্টার্ন স্টাইলের শতভাগ সুতির পোশাকগুলোতে। সিম্পল ইয়েট এলিগেন্ট।

স্লিপ অন ড্রেস। ওয়েস্টলাইনে ড্রস্টিং দেওয়া। নিচে প্লিটেড ডিটেইল। কর্ড স্টাইল প্যাচওয়ার্ক আর কাঁথা ফোঁড়ের এমবেলিশমেন্ট
মডেল: এফা

সুতির স্লিভলেস টপে কর্ড স্টাইল প্যাচওয়ার্ক। সঙ্গে মানানসই বটম
মডেল: অর্পিতা

আংরাখা প্যাটার্নের পাফড স্লিভ কুর্তিতে কর্ড স্টাইল প্যাচওয়ার্ক আর কাঁথা ফোঁড়
মডেল: বৃষ্টি

লিপি খন্দকার
তাঁতে তৈরি সুতা মানেই ম্যাজিক্যাল থ্রেডস। তা বুনেই তৈরি হয়েছে এবারের কালেকশনের পোশাক। খাদি এবং খাদি সিল্কে। রাঙানো হয়েছে ইন্ডিগো ডাইয়ে। ফলে পোশাক দিয়েই প্রকৃতির কাছে ফিরে যাওয়ার প্রবণতা সুস্পষ্ট। কার্ট, প্যাটার্নে ট্রেন্ড আর ট্র্যাডিশনের মিশেলে। এমবেলিশমেন্টেও তাই। কাঁথা স্টিচের অভিনব এক্সপেরিমেন্টেশনে নজরকাড়া সব স্টেটমেন্ট পিস।ন্যাচারাল ইন্ডিগো ডাইড খাদির ফ্রন্ট স্লিটেড কুর্তি। লেয়ারড নেকলাইনে বাটনের এমবেলিশমেন্ট কাটা স্টিচের প্যাচওয়ার্ক
মডেল: বৃষ্টি

কলারড লং কুর্তির অ্যাসিমেট্রিক ফ্লেয়ারড সিলুয়েট। চওড়া বাটন লাইনে কাঁথা স্টিচ আর মেটালের বাটন। স্লিভেও স্টিচড ডিটেইল
মডেল: মাহি

ন্যাচারাল ডাইড প্লিটেড পাঞ্জাবি। বাটন লাইন ও স্লিভে কাঁথা স্টিচের ফোঁড়
মডেল: যশ মির্জা

এমদাদ হক
অন্তঃকরণের শুভ্রতা। এবারের কালেকশনের কালার প্যালেটে তারই পষ্টতা। তবে আই সুদিং অফ হোয়াইট আউটফিটগুলোতে জুড়ে দেওয়া ভাইব্রেন্ট কালারের ইনার নজর কাড়বেই। যেমন চোখ আটকে যাবে পোশাকের ইতিউতি উঁকি দেওয়া টাইডাইয়ের অনুগ্র আকর্ষণে। গতে বাঁধা স্টাইলিং নয়, বরং কনটেম্পরারি ভাইব জুগিয়েছে লেয়ার এবং ফ্লেয়ারের ডিটেইলিং। তাতে ট্র্যাডিশনাল এমব্রয়ডারির এক্সপেরিমেন্টেশন। ষাট ও সত্তর দশকের গয়নার অনুপ্রেরণায়। স্টাইলিংয়ে সুস্পষ্ট নস্টালজিয়ার সুর।এন্ডি সিল্কে ব্লক প্রিন্ট করা স্লিভলেস লং কুর্তি। তাতে প্লিটেড বর্ডার। সঙ্গে ভাইব্রেন্ট ইয়েলো ইনার দেওয়া ফুল স্লিভ লং কটি। তাতে এমব্রয়ডারির এমবেলিশমেন্ট। সঙ্গে মানানসই টাইডাইড ওড়না
মডেল: এফা

থ্রি লেয়ারের ফ্লোর লেন্থ ফ্লেয়ারড কুর্তি। তাতে এমব্রয়ডারড এমবেলিশমেন্ট। সঙ্গে মানানসই টাইডাইড ওড়না
মডেল: বৃষ্টি

আংরাখা প্যাটার্নের ফ্লোর লেন্থ ফ্লেয়ারড কুর্তি। ফ্রন্ট স্লিটেড। রেড টাইডাইড ইনার। পুরোটায় এমব্রয়ডারড এমবেলিশমেন্ট। সঙ্গে মানানসই দোপাট্টা
মডেল: অর্পিতা

শৈবাল সাহা
অতিমারির অশান্তিতে সবখানেই যেন স্বস্তির খোঁজ। তারই প্রকাশ কালেকশনের কালার প্যালেটে। সাদার প্রশান্তিতে প্রাধান্য। নীলের ছোঁয়া জুড়ে দেওয়া হয়েছে যন্ত্রণার প্রতীকী রূপ বোঝাতে। সাসটেইনেবল সুতি ফ্যাব্রিকে ব্লক প্রিন্ট আর সেলাইয়ের ডিটেইলিংয়ে তৈরি করা হয়েছে অভিনব টেক্সচারের ওয়্যারেবল আউটফিট।

সাদা ব্লক প্রিন্ট এবং নীল সেলাইয়ের স্ট্রাইপড স্লিভলেস ড্রেস। সঙ্গে মানানসই জ্যাকেট
মডেল: অর্পিতা

সাদার মধ্যে নীল স্টিচড স্ট্রাইপের পাঞ্জাবি
মডেল: যশ মির্জা

সাদা-নীলের ক্ল্যাসিক কম্বিনেশনে করা সুতির শাড়ি। ব্লক প্রিন্ট আর স্ট্রাইপড স্টিচের এমবেলিশমেন্ট। টাইডাইড ব্লাউজে ফ্রিলড নেকলাইন
মডেল: এফা

শাহরুখ আমিন
সেলাই ক্লাস। নানির সেলাইয়ের বই হাতড়ে খুঁজে পাওয়া নান্দনিক সব নকশাই এই কালেকশনের ইউএসপি। ভেজিটেবল ডাই করা ফ্যাব্রিকে নকশির ফোঁড়, কাঁথা স্টিচ আর লেইজি ডেইজির মতো থ্রেডওয়ার্কের সূক্ষ্ম সেলাই। যাতে প্রকৃতির মায়া আর ওল্ড ওয়ার্ল্ড চার্ম মিলেমিশে একাকার। তা দিয়েই তৈরি সিম্পল, ওয়্যারেবল সব আউটফিট।

ভেজিটেবল ডাইড শাড়ি। ফন্ট পার্টে চেইন দেওয়া পিওর কটন প্রিন্টেড ব্লাউজের গলায় মেটাল এমবেলিশমেন্ট
মডেল: বৃষ্টি

এম্পায়ার কাটের ভেজিটেবল ডাইড প্লিটেড ড্রেস। আপার পার্টে ফ্লোরাল প্যাচওয়ার্ক, তাতে সুই-সুতার ফোঁড়
মডেল: এফা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top