আজকের রাশি I ১২ অক্টোবর
মেষ
না পাওয়ার বেদনাটা আজ বেশ আক্রান্ত করতে পারে আপনাকে।
বৃষ
সত্যটাকে সহজভাবে নিন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
মিথুন
বহুদিন পর কারও সঙ্গে যোগাযোগ বেশ স্মৃতিকাতর করে তুলবে।
কর্কট
শুধু বন্ধু বা শত্রু নয়, বন্ধুরূপী শত্রুকেও আজ চিনে রাখতে হবে!
সিংহ
ক’টা দিন ধরে দু’হাতে দু’কান চেপে রেখেছেন। আজ থেকে মুক্ত।
কন্যা
কন্যার মন ভালো নেই। তবে তা ভালো হতে খুব বেশি সময় নেবে না।
তুলা
নিজ বুদ্ধিমত্তায় বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন।
বৃশ্চিক
বৃশ্চিকের জন্য আজ আড়মোড়া ভেঙে জেগে ওঠার দিন।
ধনু
হয়ে হয়েও ঠিক হয়ে উঠছে না ধনুর। আজ তাল ও সুর পেয়ে যাবেন।
মকর
ব্যস্ততার সঙ্গে আজকের দিনটায় দারুণ দোস্তি হবে।
কুম্ভ
ধুঁকতে-ধুঁকতে শেষ পর্যন্ত জয়ী হওয়ার ইতিহাস আপনার আছে।
মীন
শুনুন, সবাই কী বলতে চায়। শুভাকাঙ্ক্ষীদের বঞ্চিত করবেন না, প্লিজ।