skip to Main Content
portfolio-into

পোর্টফোলিও I হৃতগৌরব

জামদানি বা নকশাদার মসলিন। উদ্ভব মোগলদের হাত ধরে। পারস্য থেকে আসা বয়নশিল্পীরাই এটি বুনেছেন এবং বুনতে শিখিয়েছেন। বর্তমানে আদৃত শাড়ি হিসেবে। অথচ জামদানি ছিল মূলত থান কাপড়। তৈরি হতো রাজপরিবার আর অভিজাতদের পোশাক হিসেবে। ঢাকাতেই ছিল মোগলদের কারখানা। জামদানি আমাদের কাছে ড্রেস ম্যাটেরিয়াল নয়, শাড়ি হিসেবেই পরিচিত ও ব্যবহৃত। তবে হালের ডিজাইনাররা আগ্রহী জামদানির বিচিত্র রূপায়ণ ও ব্যবহারে। তেমনই উদ্যোগ নিয়েছেন তরুণ ফ্যাশন ডিজাইনার শামীমা নবী। জামদানি দিয়ে তৈরি করেছেন আধুনিক, স্মার্ট আর ফ্যাশনেবল পোশাক; পূর্ব-পশ্চিমকে সমান গুরুত্ব আর বিবেচনায় রেখেই

মেকওভার: পারসোনা

ছবি: সৈয়দ অয়ন

মেরুন আর সোনালি ফ্রিল দেয়া আরামদায়ক সুতি দিয়ে তৈরি জামদানি মোটিফে মেরুন ও গোল্ডেন ফ্রিল জাম্পস্যুট।

মডেল : আনুশকা

 

সুতিতে তৈরি গ্রে জাম্পস্যুটকে আকর্ষণীয় করে তোলা হয়েছে রুপালি জরির কাজ করা জামদানিতে।

মডেল : কারিশমা

স্টাইলিশ গ্রে স্লিট ড্রেসের সঙ্গী হয়েছে অনবদ্য শিলুয়েটের মেটালিক জামদানি জ্যাকেট।

মডেল : পায়েল

 

 

 

কালো জামদানি দিয়ে তৈরি নজরকাড়া স্টাইলিশ লেহেঙ্গা। এর সঙ্গী হয়েছে একই রঙের কালো জামদানির হাই-লো টপসের জুটি সূক্ষ্ম লেসের কাজ করা স্কার্ট ও সোনালি জরির এম্ব্রয়ডারি করা দোপাট্টা।

মডেল : কারিশমা

 

পুরুষ অনসম্বলে সমাহার কালো জামদানি জ্যাকেট। তাতে স্বর্ণালি জরির কাজ। আর এলিগেন্ট ব্ল্যাক কটন পাঞ্জাবি। শামীমা নবীর স্বাক্ষর খোদাই করা অ্যান্টিক বোতাম। এই জ্যাকেটের জুটি হয়েছে চমৎকার কালো পাঞ্জাবি।

মডেল : ফাহিম

সাদায় সাদা ভার্সাটাইল জামদানি জ্যাকেট ড্রেসের সঙ্গে রয়েছে সুতার কাজ করা সাদা ড্রেস।

মডেল : আনুশকা

সঙ্গে পুরুষের জন্য সাদা পায়জামা ও ক্ল্যাসি লাক্ষ্ণৌভি পাঞ্জাবির সঙ্গে সাদা জামদানির কটি। তাতে শামীমা নবীর

স্বাক্ষর খোদাই করা অ্যান্টিক বোতাম।

মডেল : মাহবুব

 

জামদানি জ্যাকেটস: হেরিটেজ হ্যান্ডলুম জামদানি দিয়ে তৈরি সমকালীন ডিজাইনের জ্যাকেট। এতে ব্যবহৃত হয়েছে শামীমা নবীর স্বাক্ষর খোদাই করা অ্যান্টিক বোতাম।

মডেল : আনুশকা, কারিশমা ও পায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top