skip to Main Content

রাশি রসদ I সিংহের দস্তরখানায়

রবি গ্রহের জাতক-জাতিকারা হলেন সিংহ রাশির প্রতিনিধি। খাবার নিয়ে এরা ভীষণ খুঁতখুঁতে। খাইয়ে তাদের মন জোগানো বেশ কঠিন। কিছুটা বদমেজাজি হওয়ায় খাবার স্বাদের না হলে থালা ছুড়ে ফেলতেও দ্বিধা করেন না। তবে অন্যকে খাওয়ানোর বেলায় এরা উদার। তাদের কাছে কেউ ডিম খেতে চাইলে তারা পুরো মুরগির খামারটাই যেন তুলে এনে খাওয়ানোর চেষ্টা করেন! ভোজনবিলাসে এরা এতই পয়সা ওড়ান যে এই কারণে তাদের সঞ্চয় বলতে কিছু থাকে না।
পুণ্য লাভের দিকে সিংহ রাশির নর-নারীদের আগ্রহ অনেকটা কম। তবে খুব সহজেই তা অর্জনের উপায় আছে। সোম ও শনিবার আলু ও দুধ দান করলে তারা পুণ্য লাভের পাশাপাশি নানান বালা-মুসিবত থেকেও সুরক্ষিত থাকবেন। আরও ভালো হবে এই দুদিন কারও কাছ থেকে কোনো খাবার বিনা মূল্যে না খেলে। শনি ও মঙ্গলবার সিংহ রাশির জাতক-জাতিকাদের মাংস না খাওয়াই ভালো। কর্মক্ষেত্রে সফলতা চাইলে এই দুদিন খাওয়া যেতে পারে নিরামিষ। কর্মক্ষেত্রে সম্মান বাড়াতে ধর্মালয়ে আখরোট ও নারকেল দান করলে সুফল মিলতে পারে। সমপরিমাণ অর্থও দেওয়া যেতে পারে। তা করলে আয়-উন্নতির পথে কোনো বাধা থাকলে কেটে যাবে।
শুভ কাজে যাওয়ার আগে, ইন্টারভিউ কিংবা পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগের দিন হাতে বানানো রুটি দান করলে ভালো ফল মিলবে। সবচেয়ে ভালো হয় রুপার পাত্রে খাবার খেলে। এ ধাতুর সঙ্গে সিংহ রাশির সৌভাগ্যের যোগ ওতপ্রোতভাবে যুক্ত।
সিংহ রাশির বডি সল্ট হলো ম্যাগনেশিয়াম ফসফেট। তাই এ রাশির জাতক-জাতিকাদের জন্য উপযুক্ত খাবারগুলো হলো ডিমের কুসুম, নারকেল, অ্যাসপারাগাস, ফিগ, আপেল, লেবু, সানফ্লাওয়ার সিডস, মধু ও মাংস। তা ছাড়া রাশিগতভাবে আয়রনের অভাবে ভোগে বলে এ রাশির লোকেদের নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া ভালো।
সিংহ রাশির জাতকদের মধ্যে যারা জিম কিংবা খেলাধুলার সঙ্গে যুক্ত, চলতি মাসে তাদের হাড়ে সমস্যা দেখা দিতে পারে। পুরোনো ব্যথা ফিরে আসতে পারে অস্থিসন্ধিতে। ফলে এখন থেকেই ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া চাই। এ রাশির জাতিকাদের মধ্যে লো প্রেশারের সমস্যা দেখা যায়। ফলে রক্ত চলাচল স্বাভাবিক করে এমন খাবার খেলে সুস্থ থাকা যাবে।
এ রাশির শিশুদের ওপর খাদ্যের বিরূপ প্রভাব খুবই বেশি; বিশেষ করে ফুড পয়জনিং। তাই খাবারের ক্ষেত্রে বিশুদ্ধতা রক্ষা করা জরুরি। বাইরের খাবার না ছোঁয়াই ভালো। কেকের প্রতি তাদের ঝোঁক কিছুটা বেশি। তাই বলে অতিরিক্ত খাওয়া চলবে না। এ মাসে সিংহ রাশির জাতক-জাতিকাদের মধ্যে যাদের জন্মদিন, তারা কেক খাওয়ার ব্যাপারে সংযমী হোন; তাতেই মঙ্গল।
বৃদ্ধদের এ মাসটা ভালো না-ও কাটতে পারে। ডায়াবেটিস ও রক্তচাপ চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। খাবার, ব্যায়াম ও বিশ্রাম—এই তিনের সমন্বয় ঘটাতে পারলে এসব শারীরিক বালাই নিয়ন্ত্রণে থাকবে। তবে মদ্যপায়ীদের জন্য দুঃসংবাদ। কোনো খাবারই তাদেরকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারবে না। নেশাজাতীয় দ্রব্য সিংহ রাশির দুর্ভাগ্যের অন্যতম কারণ। এমনকি যেসব খাবার এই রাশির জন্য সুফল বয়ে আনে, শুধু মাদকাসক্তির কারণে সেগুলোও তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়!

 কুমারিল ভট্ট
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top