skip to Main Content

পোর্টফোলিও I পারটেক্স ফার্নিচার

পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের ফার্নিচার মার্কেটে যাত্রা শুরু করে ১৯৯৯ সালে। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যায় এমন সব টেকসই, মজবুত ও নিখুঁত ডিজাইনের ফার্নিচারের সঙ্গে সময়োপযোগী কাস্টমার সার্ভিস দিয়ে পারটেক্স ফার্নিচার দ্রুতই দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার উৎপাদক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। স্টেট অব দ্য আর্ট টেকনোলজির যথাযথ প্রয়োগে পারটেক্স ফার্নিচার তৈরি করছে আধুনিক সব ডিজাইনের ফার্নিচার। শুরুটা উডেন ফার্নিচার দিয়ে হলেও ধীরে ধীরে এখানে যোগ হয় আপহোলস্ট্রি, মেটাল ও লেমিনেটেড বোর্ডের ফার্নিচার। বাসা-বাড়ি ও অফিস—উভয় ক্ষেত্রেই বৃহৎ পরিসরে উডেন, লেমিনেটেড বোর্ড, আপহোলস্ট্রি ও মেটালের ফার্নিচার তৈরি করছে ব্র্যান্ডটি, যা দেশের ফার্নিচার চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বৈচিত্র্যময় ও টেকসই ফার্নিচার তৈরিতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে চিপ বোর্ড, উড, এমডিএফ, শিট মেটালের মতো বিভিন্ন ধরনের মানসম্মত ম্যাটেরিয়াল। বেডরুম, চিলড্রেনস রুম, ডাইনিং রুম, লিভিং রুম, কিচেন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, করপোরেট অফিস ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য চাহিদাভেদে উন্নত মানের বৈচিত্র্যপূর্ণ সব ফার্নিচার সরবরাহ করে থাকে, যার প্রতিটি ক্যাটাগরিতেই আছে সময়োপযোগী ডিজাইন।
১৪,৫০,০০০ বর্গফুটের বেশি আয়তনের দুটি অত্যাধুনিক কারখানায় লিন ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় ফার্নিচার তৈরি করে পারটেক্স ফার্নিচার। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আইসিটি মিনিস্ট্রির প্রকল্পসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পেও প্রতিষ্ঠানটি গর্বের সঙ্গে ব্যবসায়িক সহযোগী হিসেবে ভূমিকা রাখছে। রাজধানীর পাশাপাশি দেশের উল্লেখযোগ্য সব জেলা শহরে পারটেক্স ফার্নিচারের পণ্য পাওয়া যাচ্ছে এর বিস্তৃত চ্যানেল পার্টনার শোরুম এবং নিজস্ব আউটলেটগুলোতে। এ ছাড়া ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই পারটেক্স ফার্নিচারের পণ্য কেনা সম্ভব, যা কেনাকাটায় আরও গতিশীলতা এনেছে।
ফেসবুক:www.facebook.com/PARTEXfurnitures
ওয়েবসাইট:www.partexfurniture.com
কেয়ার লাইন: +৮৮০১৭০৮৪৬২৩৯১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top