skip to Main Content

ক্রাশ কোর্স I কনসিলার কারসাজি

ইন্টারনেটে ভাইরাল এ ভিডিও দেখলে মনে হতেই পারে, এত দিন খুব ভুল হচ্ছিল কনসিলার প্রয়োগে। শুধু খুঁত ঢাকার জন্য নয়, ট্রেন্ডিং এ প্রক্রিয়া দেবে লিফটেড লুকও

 চোখের নিচের পাতার ভেতরের কোণে খানিকটা ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল করে মেখে নিতে হবে কনসিলার। ছোট একটা লাইনের মতো করে
 তারপর চোখের আউটার কর্নার অর্থাৎ বাইরের কোণ থেকে ছোট আপওয়ার্ড অ্যাঙ্গুলার লাইন টেনে নিতে হবে কনসিলার দিয়ে
 নাকের বাইরের কোণ থেকেও কনসিলার দিয়ে আপওয়ার্ড স্ট্রোকে লাইন টেনে নিতে হবে
 ঠোঁটের বাইরের কোণেও মাখিয়ে নিতে হবে কনসিলার। আপওয়ার্ড স্ট্রোকে, অ্যাঙ্গুলার লাইনে
 সবশেষে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে কনসিলার। তা-ও যেন হয় আপওয়ার্ড স্ট্রোকে। তবেই মিলবে কাঙ্ক্ষিত লিফটেড লুক

 বিউটি ডেস্ক
মডেল: প্রমা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top