skip to Main Content

সম্পাদকীয়

আঠারো পেরিয়ে উনিশে ক্যানভাস। এমন আনন্দের ক্ষণে, শুরুতেই সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাক্সক্ষীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
নতুন বর্ষে ক্যানভাস সেজেছে নতুন ঢঙে। পৃষ্ঠাবিন্যাস ও সজ্জায় নতুনের পরশে। এই আয়োজনের কভারস্টোরি সময়োপযোগী এক বিষয় ঘিরে। মাল্টিব্র্যান্ড ফ্যাশন হাব। বৈশ্বিক পরিমণ্ডলের প্রভাবে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাছেও ক্রমাগত বাড়ছে এর গ্রহণযোগ্যতা। বাড়ছে পরিধি। তা নিয়েই সবিস্তার।
ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে হালের ক্রেজ বারবিকোরের প্রভাব ঘিরে অনুসন্ধানী রচনা, গ্ল্যামিফাইড স্নিকার্সের সন্ধান, অফবিট ফ্যাশন নিয়ে বিশেষ পোর্টফোলিও, ব্যক্তিসচেতনতার দায়বোধ থেকে রেসপনসিবল ফ্যাশন রেজল্যুশনের আহ্বান, ওয়্যারড্রোব এথনোগ্রাফির সুলুকসন্ধান প্রভৃতি।
বিউটি সেগমেন্টে আইলাইনার উইদ প্যাকেজিংয়ে চমকপ্রদ লুকের নমুনা করা হয়েছে হাজির। আরও রয়েছে মেকআপ সুরক্ষায় এসপিএফের ভূমিকা, বডি সেরামের গুরুত্ব পাঠ, পোস্ট-ওয়ার্কআউট গ্রুমিং এসেনশিয়াল, নারীবাদের সঙ্গে দীঘল চুলের সম্পর্ক প্রভৃতি ঘিরে আয়োজন।
ফুড সেগমেন্টে বিশেষ চমক চেনা মাছের অচেনা রেসিপি। সঙ্গে রয়েছে ঘরে বসে কাস্টার্ড তৈরির সহজ কৌশল, সুস্বাদু বাটারের বৈচিত্র্য অন্বেষণ, তারুণ্য ধরে রাখার বিশেষজ্ঞ ডায়েট, স্যান্ডউইচের ইতিহাসে উঁকি প্রভৃতি। এই সেগমেন্টে যুক্ত হয়েছে দুটি নতুন বিভাগ ‘ফুড চেইন’ ও ‘ইনফোগ্রাফ’।
লাইফস্টাইল সেগমেন্টে যুক্ত হয়েছে নতুন বিভাগ ‘দৃশ্যভাষ্য’। দুনিয়া কাঁপানো আলোকচিত্রের নেপথ্য গল্প ঘিরে। অন্যদিকে, এডিটর’স কলামে আলোকপাত করা হয়েছে কৈশোর থেকে তারুণ্যে পা বাড়ানো প্রজন্মের প্রতি বিশেষ দিকনির্দেশনা। রয়েছে অন্যান্য নিয়মিত বিভাগ।

জীবন নিরাপদ ও আনন্দময় হোক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top