skip to Main Content

গৃহজাত I ক্ল্যাসিক কাস্টার্ড

কাস্টার্ড। জিভে পানি এনে দেওয়ার মতো সুস্বাদু খাবার। বানানোর আছে হরেক প্রক্রিয়া। যোগ করা যেতে পারে নানা ফিউশন। তবে বাসায় বসে চাইলে পুরোনো ধাঁচের বেসিক কাস্টার্ড বানানো সম্ভব।

 প্রস্তুতির সময়: ৫ মিনিট
 রান্নার সময়: ১০ মিনিট
 মোট সময়: ১৫ মিনিট
 পরিবেশন: ৮ জন
যা দরকার
 দুধ ৪ কাপ
 ভ্যানিলা নির্যাস ১ টেবিল চামচ
 মাখন ১ চা-চামচ
 ডিম ৪টি
 সাদা চিনি আধা কাপ
 কর্ন স্টার্চ ৩ টেবিল চামচ
যেভাবে তৈরি
 একটি সস প্যানে দুধ, ভ্যানিলা নির্যাস ও মাখন রাখুন। সেদ্ধ না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে নাড়তে নাড়তে রান্না করুন। পানি ফোটার আগমুহূর্তে তাপ থেকে দূরে সরিয়ে রাখুন।
 চিনি গলে না যাওয়া পর্যন্ত একটি পাত্রে ডিম, চিনি ও কর্ন স্টার্চ একসঙ্গে ঝাঁকিয়ে নিন।
 কম আঁচে সস প্যানটি আবার চুলায় বসান। ডিমের মিশ্রণ ধীরে ধীরে ঢালুন। ক্রমাগত নাড়তে থাকুন, চামচের নিচে প্রলেপ দেওয়ার মতো যথেষ্ট ঘন না হওয়া পর্যন্ত। এই প্রক্রিয়ায় ৫ থেকে ১০ মিনিট সময় নিতে হবে। পরিশেষে হয়ে গেল কাস্টার্ড।
 একটি বড় পাত্রে গরম-গরম কাস্টার্ড ঢেলে রাখুন। পাত্রটি ঢেকে ঠান্ডা হতে দিন।
চাইলে তিন দিন পর্যন্ত রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারেন ঘরে বানানো কাস্টার্ড।

 ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top