পোর্টফোলিও I অফবিট ওয়েভ
বেখাপ্পা, বেমানান—ফ্যাশনে এই শব্দগুলোর আর কোনো জায়গা নেই। এটার সঙ্গে ওটা মানায়, তাই অন্য কিছু পরা যাবে না—ধারণাটাও এখন বড্ড সেকেলে। ক্যারি করতে পারলে সবই দৃষ্টিনন্দন। কারণ ‘মানানসই’-এর মানেটাই যে পাল্টে গেছে
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
ট্র্যাডিশনাল সাদা সুতি শাড়ির সঙ্গে গ্রাফিক ক্রপ ডেনিম জ্যাকেট
মডেল: শ্রাবণী
কাতানের প্যান্টস্যুট, সঙ্গে মানানসই সিল্কের ক্রপ টপ
ওয়্যারড্রোব: ব্রোক
মডেল: পুষ্পিতা
ক্যাজুয়াল ফ্লোরাল প্রিন্টেড জাম্পস্যুট, সঙ্গে ব্লক প্রিন্টেড এথনিক জ্যাকেট
ওয়্যারড্রোব: রাইজ (জাম্পস্যুট)
তাগা (এথনিক জ্যাকেট)
মডেল: পুষ্পিতা
স্যাটিনের ধুতি স্টাইল স্কার্টের সঙ্গে শিয়ার বোম্বার জ্যাকেটের সঙ্গত
ওয়্যারড্রোব: ভায়োলা বাই ফারিহা
মডেল: নীলাঞ্জনা
শেভরন প্রিন্টেড ওভারসাইজড শার্ট। পোলকা প্রিন্টেড বটম
ওয়্যারড্রোব: রাইজ
মডেল: শ্রাবণী