আজকের রাশি I ৮ আগস্ট
মেষ
গুরুত্বপূর্ণ একটা দিন কাটাবেন। কাজেই পূর্ণ মনোনিবেশ করুন।
বৃষ
অলক্ষ্যেই বড় কিছু একটা হতে পারে আজ। খেয়াল রাখুন।
মিথুন
আজ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে।
কর্কট
আপনার নিজস্বতাটুকু ধরে রাখুন। আজ তা বড্ড কাজে লাগবে।
সিংহ
বিশেষ দক্ষতার কারণে ব্যবসার প্রসার ঘটতে পারে।
কন্যা
সাময়িকভাবে বিষণ্নতা আজ ঘিরে ধরলেও বুদ্ধিমত্তায় তা কেটে যাবে ।
তুলা
জটিলতার কারণে থমকে যেতে চাইবে মন। নো পাত্তা। এগিয়ে যান।
বৃশ্চিক
ভোগান্তি আছে হালকা। বুদ্ধির জোরে পার পাবেন।
ধনু
পাওয়া না-পাওয়ার হিসাব না দেখে কাজে ডুবে থাকুন।
মকর
আজ নিজেই নিজেকে আবিষ্কার করবেন অন্যভাবে।
কুম্ভ
সৃষ্টিশীল কাজে সাফল্য ও সম্মান বাড়তে পারে।
মীন
একধরনের স্থবিরতা ভর করতে পারে। এগিয়ে যাওয়ার প্রেরণা নিজেকেই খুঁজতে হবে।