skip to Main Content

ক্র্যাশ কোর্স I ওভার ওভাল লাইনিং

হাই-এন্ড লিপ এনহ্যান্সিং ট্রিটমেন্ট নয়। এমনকি লাগবে না প্লাম্পারের মতো কোনো ডিভাইসও। বরং কাজে আসবে লিপলাইনার পেনসিলের কারসাজি। টিকটকের লেটেস্ট ভাইরাল ট্রেন্ড দেখে সেই ট্রেনিংই নিচ্ছেন সৌন্দর্যসচেতনেরা

 প্রথমে লিপলাইনার পেনসিল সুপার শার্প করে নিতে হবে
 কিউপিড বো-এর ভাঁজের মাঝে সমান্তরাল করে একটি ছোট লাইন টেনে নিতে হবে। একইভাবে নিচের ঠোঁটের মাঝ বরাবরও একটি লাইন টানতে হবে
 ওপর ও নিচের এ লাইন দুটোকে রেফারেন্স মেনে ঠোঁটের মাঝ বরাবর একটা ওভাল শেপ এঁকে নিতে হবে লাইনার পেনসিল দিয়ে
 ঠোঁটের আর কোথাও কোনো লাইন টানতে হবে না
 এর ওপর মেখে নিতে হবে পছন্দসই লিপগ্লস বা লিপস্টিক
 বিউটি ডেস্ক
মডেল: সাফা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top