আজকের রাশি I ৯ অক্টোবর
মেষ
গোপন শত্রুতার দারুণ জবাব দিতে যাচ্ছেন আজ।
বৃষ
বাণিজ্যের উন্নতির পারদটা কিন্তু আজ স্থির থাকছে।
মিথুন
অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয়, তার বাস্তবতা টের পাবেন।
কর্কট
সামাজিক জটিলতার আজ ধীরে ধীরে উন্নতি হবে।
সিংহ
স্বজনদের কারও সঙ্গে সাংসারিক ঝামেলা নিয়ে বিবাদ হতে পারে।
কন্যা
কাজের ক্ষেত্রে আজ বিরতি পাওয়ার সম্ভাবনা মোটেও নেই।
তুলা
পারিবারিক ঝামেলা মিটিয়ে আজ স্বস্তি পাবেন। অসাম।
বৃশ্চিক
নিখুঁত কাজ করতে গেলে সময়ের ফারাকে পড়বেন এবং তা আজ।
ধনু
আজ অভিজ্ঞ কারও উপদেশ আপনাকে দারুণ অনুপ্রাণিত করবে।
মকর
যুক্তিহীন তর্ক থেকে কয়েক শ হাত দূরে থাকুন আজ।
কুম্ভ
আচরণে নমনীয় ভাব প্রকাশ করুন। তাতে সুফল আপনারই।
মীন
কোথায় ভ্রমণের পরিকল্পনা আজ খেই হারিয়ে ফেলবে।