skip to Main Content

পোর্টফোলিও I কারুতন্ত্র

আকদে আরম্ভ। রিসেপশনে শেষ ঝাঁ-চকচকে শোডাউন। সুশোভিত পোশাকের ওপর স্পটলাইট পড়ে পরিচয় থেকে পরিণয়ের প্রতিটি পর্বে। আর এই বিশিষ্টতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিস্তৃত হয় ডিজাইনারদের মুড বোর্ডের ক্যানভাস। অনেকে আজও বিশ্বাস রাখেন চিরন্তন পোশাকভাবনায়; তো কারও পছন্দ ফিউশনাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন। কাট, প্যাটার্নে মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানার পাশাপাশি আনন্দ আয়োজনের সেসব পোশাকে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোনের মায়া। এবারের ব্রাইডাল সিজনে সাজপোশাকের কেমন আভাস মিলছে? ফ্যাশন অ্যালবামের পাতায় পাতায় রইল তারই হদিস

মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: কৌশিক ইকবাল
শুট কো-অর্ডিনেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
বিশেষ কৃতজ্ঞতা: সাদমান সালাউদ্দিন

কারুতন্ত্র
দেশীয় ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়ি নিয়ে কাজ করছে কারুতন্ত্র। ব্যতিক্রমী ডিজাইনের উচ্চমানসম্পন্ন এসব শাড়ি ও ফিউশন পরিধান ক্রেতাদের কাছে পৌঁছে দিতেই এই প্রয়াস। সেই সঙ্গে অথেনটিক ঢাকাই জামদানিকে ফ্যাশন বিশ্বে এমনভাবে দৃশ্যমান করা, যেন ফ্যাশন-সচেতনেরা বাংলার ঐতিহ্যবাহী এ শিল্পকে চিনতে পারেন। কারুতন্ত্রের যাত্রা শুরু সেপ্টেম্বর ২০২০। বর্তমানে প্রায় ৮০ জন দক্ষ তাঁতি নিরলসভাবে কাজ করছেন কারুতন্ত্রের সঙ্গে।
ক্ল্যাসিক ও এক্সক্লুসিভ—এই দুই ক্যাটাগরিতে শাড়িগুলো তৈরি করা হয়। রং ও ডিজাইনের অনন্যতা নিশ্চিত করা হয় শুরু থেকেই। নিখুঁত বুননকে দেওয়া হয় সর্বোচ্চ প্রাধান্য। হালকা ও কোমল এই শাড়িগুলো যেকোনো সিজনে পরার উপযোগী করে তৈরি। বিয়ে, বউভাত কিংবা যেকোনো ক্যাজুয়াল আউটিং—স্থান, কাল, পাত্রভেদে সব জায়গায় ব্যবহার উপযোগী। সব বয়সী নারীদের জন্য কারুতন্ত্র শাড়ি তৈরি করে। এ ছাড়া পছন্দমতো রং ও ডিজাইনে নিজের মতো করে বানিয়ে নেওয়ার সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। সাড়া জাগানো প্রতিটি কালেকশনে থাকছে কিশোরী থেকে পড়তি বয়স—সবার জন্য মানানসই ডিজাইনের শাড়ি। দেশে তো বটেই, দেশের বাইরের শাড়িপ্রিয় নারীদের কাছে কারুতন্ত্র দারুণ জনপ্রিয়। সম্প্রতি শুধু শাড়িতে সীমাবদ্ধ নেই প্রতিষ্ঠানটি, কাজ করছে ফিউশন পরিধান ও ছেলেদের অথেনটিক পোশাক নিয়েও। খাদি কাপড় ও জামদানির সংমিশ্রণে তৈরি এক্সক্লুসিভ এসব ডিজাইন এরই মধ্যে নজর কেড়েছে ফ্যাশনবোদ্ধাদের।
কারুতন্ত্রের মূল প্রয়াস ভালো পরিষেবার মাধ্যমে সবার মধ্যে বাংলার ঐতিহ্য ছড়িয়ে দেওয়া। পৌঁছে যাওয়া সফলতার শিখরে।

স্টোর: হাউস ১৪৫, রোড ২২, মহাখালী ডিওএইচএস, ঢাকা।
ফেসবুক: Karutantra
ইনস্টাগ্রাম: Karutantra
কেয়ার লাইন: ০১৩১১৩৫৭৩১৭

মডেল: ফাবলিহা, সাফা, এফা, তাসনিম, তাজরিয়ান ও অন্তরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top