আজকের রাশি I ৯ নভেম্বর
মেষ
চমক আছে, অপেক্ষা করুন।
বৃষ
তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে এগোন।
মিথুন
আস্থার প্রতিদান দিবেন, শাবাশ।
কর্কট
অনেকগুলো সুসংবাদ পাবেন আজ, অসাধারণ একটি দিন।
সিংহ
ভুলে যাওয়া কিছু মনে পড়বে, চমকে উঠবেন।
কন্যা
হতবুদ্ধি হবেন না, মাথা ঠান্ডা রাখুন।
তুলা
সময় নিয়ে কাজ করুন আজ, এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী।
বৃশ্চিক
বেশ চটে থাকবেন হযতো, তবু মেজাজ নিয়ন্ত্রণে রাখুন।
ধনু
ভূরিভোজনের দিন আজ, স্বাস্থ্যটার কথাটাও মনে রাখুন দয়া করে।
মকর
নিজেকে নতুনভাবে আবিষ্কারের দিন, অনেক কিছু জানতে পারবেন।
কুম্ভ
অন্যায়কে প্রশ্রয় দিবেন না, দৃঢ় হতে হবে আজ।
মীন
বিশ্রাম নিন, আজ এটার বড্ড প্রয়োজন।