আজকের রাশি I ১০ নভেম্বর
মেষ
কীভাবে পরিকল্পনা করছেন আজ, তার সীমারেখার ব্যাপারে সচেতন থাকুন।
বৃষ
গুরুতর পরিস্থিতি সহজীকরণ হতে পারে আজ।
মিথুন
পুরোনো ঘটনায় নস্টালজিক হয়ে উঠবেন আজ।
কর্কট
ভূমিসংক্রান্ত কাজে বিশেষ সাবধান থাকুন।
সিংহ
আলস্য ঝেড়ে ফেলুন। নয়তো ঝামেলায় পড়তে পারেন।
কন্যা
আজ স্পষ্ট করে কথা বলুন। সৎ সাহসের পরিচয় দিন।
তুলা
যুক্তির পরিবেশটা নিজেকেই তৈরি করতে হবে।
বৃশ্চিক
আজকের ব্যবসায় মধ্যস্থতা করুন দ্রুত। নয়তো জটিলতা বাড়বে
ধনু
চুলচেরা বিশ্লেষণ না করে কোনো সিদ্ধান্তে যাবেন না আজ।
মকর
চাকরিতে উটকো কিছু বিষয়ে আজ জড়িয়ে পড়তে পারেন।
কুম্ভ
আজ খানিকটা বিড়ম্বনা রয়েছে। ব্যাপারটাকে খ্যাতির বিড়ম্বনাই।
মীন
হইহল্লায় মেতে থাকবেন বেশ। তাতেও কেউ অভিমান করবে