আজকের রাশি I ১১ নভেম্বর
মেষ
সার্বিক পরিস্থিতি অনুকূলে আসতে শুরু করবে আজ।
বৃষ
কোনো ঘটনায় আজ কষ্ট পেতে পারেন, তবে ঘাবড়াবেন না।
মিথুন
আলস্য চেপে ধরতে চাইবে আজ। নো পাত্তা।
কর্কট
কথার মারপ্যাঁচে ফেলবে কেউ। যুক্তির বাইরে যাবেন না।
সিংহ
কারও আস্বাভাবিক আচরনে হালকা ধাক্কা খেতে পারেন।
কন্যা
সাফল্যের ফল পাবেন আজ। মনটা দারুণ ভরে যাবে।
তুলা
নগদ প্রবাহের প্রাপ্তি আছে আজ। যা আশাতীত।
বৃশ্চিক
উৎসবমুখর একটি দিন কাটাতে যাচ্ছেন।
ধনু
অস্থির হওয়ার মতো কিছু হয়নি। ধৈর্য ধরছেন না কেন?
মকর
বিরক্তিকর ভাবটা কেটে যাবে। বেশ চনমনে কাটবে দিনটা।
কুম্ভ
সম্মান ক্ষুণ্ন হতে পারে সচেতন না হলে।
মীন
নতুন আলোর দেখা পাবেন। সময়টাও কাটবে স্বাপ্নিকতায়।