আজকের রাশি I ১৯ নভেম্বর
মেষ
আজ একাকিত্ব বেড়ে যেতে পারে। বন্ধুকে সঙ্গ দিন।
বৃষ
খরুচে মনকে আজ বেঁধে রাখা খুবই কষ্ট হবে।
মিথুন
সঙ্গীত আর মনোরঞ্জনে দিনটা কেটে যেতে পারে।
কর্কট
স্মৃতিকাতর ভাবটা ধীরে ধীরে কেটে যাবে।
সিংহ
অস্থিরতা বেড়ে উঠতে পারে আজ। নো টেনশন।
কন্যা
প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে বেশ চাপে থাকবেন।
তুলা
মুঠোফোনে আজ কোনো সুখবর পাবেন।
বৃশ্চিক
পারিবারিক কাজে আজ দায়িত্বশীলতার পরিচয় দেবেন।
ধনু
বিক্ষিপ্তভাবে কাজ করে সময়ের অপচয় করবেন না।
মকর
নিজের বুদ্ধিতে আজ ফকির হওয়াও ঢের ভালো।
কুম্ভ
টাকাপয়সা নিয়ে দুশ্চিন্তা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাবে।
মীন
অন্যের মন রক্ষায় সাধ্যের বাইরে কিছু করা ঠিক হবে না।