আজকের রাশি I ২০ নভেম্বর
মেষ
আপনাকে কিন্তু কৌশলী হতে হবে আজ। না হলে সমূহ বিপদের শঙ্কা!
বৃষ
আবেদনটির ফলস্বরূপ তা আজ মঞ্জুর হচ্ছে। কী, খুশি তো?
মিথুন
ব্যতিক্রমী প্রস্তাব পেতে পারেন। সাড়া দিন প্রস্তুত হয়ে।
কর্কট
অনেক ভালো আর সুন্দর কাটবে আজকের পুরো দিন।
সিংহ
গল্পগুজব জমিয়ে জমাটি ভাব করে তুলবেন আজ। অনেক কথা বলে ফেলুন না অবলীলায়।
কন্যা
ফুল দিয়ে সাজিয়েছেন আজকের দিনটি। চারদিকে কী যে সৌরভ!
তুলা
আজ মনে হয় কেউ আপনা থেকে ধরা দিতে আসছেন।
বৃশ্চিক
আজ কিন্তু গুরুত্ব দিয়ে কাজটি শুরু করতেই হবে।
ধনু
মাথা কুটছেন কেন? আজ নতুন করে আবার আরম্ভ করুন না।
মকর
সিদ্ধান্তের খানিক পরিবর্তন হতে পারে। আপনার মানসিকতাই যে উদার।
কুম্ভ
একধরনের তাগিদ অনুভব করবেন কিছু একটা করার। তা বেশ ইতিবাচক হয়ে আসবে।
মীন
ঝাপসা হয়ে ওঠা কোনো ব্যাপার বেশ স্পষ্ট হয়ে উঠছে। পরিবর্তনটা তো হচ্ছে, নাকি?