আজকের রাশি I ৩০ নভেম্বর
মেষ
ভালোবাসার জোরে আজ সব বাধা অতিক্রম করতে পারবেন।
বৃষ
কাঁটা কাঁটা কথা বলবে কেউ। বেশির ভাগই অপ্রয়োজনীয়।
মিথুন
সাদামাটাভাবে দিনটা শুরু হলেও শেষ হবে মহাসমারোহে! কেন? একটু পরেই টের পাবেন।
কর্কট
উদ্যম আর পরিশ্রম দিয়ে যে এফোঁড়-ওফোঁড় করা যায়, টের পাবেন তা আজকের দিনে।
সিংহ
সুস্থ মানুষের মন কিন্তু সব সময় আলোর দিকে চলে। আর আপনি কিনা অন্ধকারে!
কন্যা
আত্মকরুণা আপনার একটু বেশিই।দু’ফোঁটা চোখের জল ফেলার অধিকারও বেশি।
তুলা
কারও অনধিকার চর্চায় বেশ ক্ষেপবেন। সব কথার উত্তর দিলে চলে?
বৃশ্চিক
বিচিত্রতায় মুগ্ধ হবেন। এ ভুবনে কত অদ্ভুত ব্যাপারই না ঘটতে পারে।
ধনু
জিলেপির প্যাঁচ গুনতে শুরু করবে আজ। ধৈর্যের সুফল পাবেন।
মকর
তেমন কিছু না- টাইপের কিছু ঝামেলা ভিড়তে পারে কাছে। নো পাত্তা।
কুম্ভ
কেউ দোষারোপ করলেই দোষ কাঁধে নেওয়ার কিছু নেই। সত্য সত্যই।
মীন
সরল বিশ্বাসের জায়গাটায় নাড়া খেতে পারেন। মানুষ যে বড়ই বিচিত্র।