আজকের রাশি I ১০ ফেব্রুয়ারি
মেষ
সংকুচিত হয়ে আছেন কেন? আজ তা কাটিয়ে উঠতেই হবে আপনাকে।
বৃষ
মনটা হালকা হয়ে যাবে- এমন ঘটনা কেন বারবার ঘটে না?
মিথুন
সহ্যশক্তির পরীক্ষা দিতে হবে আজ। পারবেন?
কর্কট
হতাশাই আপনাকে পেছনে টেনে ধরছে। একে ঝেড়ে ফেলে চলুন না।
সিংহ
খুঁতখুঁত করতে করতেই মস্ত কিছু ধরা পড়বে আজ। ভালোই হবে তা।
কন্যা
সুবুদ্ধির জোরে পার পাবেন আজ। দারুণ।
তুলা
বিব্রতকর পরিস্থিতি সামলাতে হবে আজ। প্রস্তুত হোন।
বৃশ্চিক
আশ্চর্য হবেন কোনো ব্যাপারে। হবেন মোহিতও।
ধনু
ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা ঘটতে পারে।
মকর
হাঙ্গামা বাধতে পারে। সামলাতে হবে আপনাকেই।
কুম্ভ
তুমুল রাগের কারণ ঘটতে পারে। এর কি কোনো সমাধান নেই?
মীন
খেসারত টাইপের কিছু একটা দিতে হতে পারে। দমে যাবেন না।