skip to Main Content

পোর্টফোলিও । কে ক্র্যাফট

কে ক্র্যাফট দেশের ফ্যাশন ভুবনে অন্যতম শীর্ষ ও জনপ্রিয় প্রতিষ্ঠান। নব্বই দশকে অনেকটা শখের বশে শাহনাজ খান ও খালিদ মাহমুদ খান দম্পতির হাত ধরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তবে দিনে দিনে এর সৃজনচর্চাই একে তুলে এনেছে খ্যাতির শীর্ষে। ক্রেতা ও শুভানুধ্যায়ীদের চাহিদা সামনে রেখে ঐতিহ্য, ঋতু আর উৎসবভিত্তিক পোশাক প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র করে তুলেছে। দেশের তাঁতজাত বস্ত্রের ট্র্যাডিশনাল সূচিকর্মকে আধুনিকভাবে উপস্থাপনের জন্য কে ক্র্যাফট ডিজাইন স্টুডিও কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের প্রধান প্রতিটি তাঁত অঞ্চলে এবং প্রায় প্রতিটি কারুশিল্প এলাকায় কে ক্র্যাফট কর্মী বাহিনীর অক্লান্ত পরিশ্রম, ডিজাইন স্টুডিওর মেধা, মনন এবং ক্রেতাদের ভালোবাসা ও সমর্থনে কে ক্র্যাফট ৩০ বছরের বেশি সময় ধরে এগিয়ে চলেছে। কে ক্র্যাফট-এর প্রোডাক্ট লাইনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, রেগুলার কুর্তি, টপস, স্কার্ট, টিউনিক, কটি, পাঞ্জাবি, শার্ট, পোলো শার্ট, প্যান্ট, টি-শার্ট ও শিশুদের জন্য বিভিন্ন পোশাক। এ ছাড়া নানা ধরনের হোম ডেকর, অ্যাকসেসরিজ, জুয়েলারি এবং অন্যান্য লাইফস্টাইল আইটেম। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও কুমিল্লায় কে ক্র্যাফট-এর ১৬টি শাখা রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশ থেকে কে ক্র্যাফট-এর পণ্য কেনার সুযোগ রয়েছে অনলাইন শপ kaykraft.com থেকে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও পছন্দের পোশাক অর্ডার করা যায়।
শাখা: সোবহানবাগ, হাউস ১/এ, রোড নং ১৩ (নিউ), মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। যমুনা ফিউচার পার্ক, দোকান নং জিসি ০০৬, ০০৭, নিচতলা, প্রগতি অ্যাভিনিউ, ঢাকা। মিরপুর, হাউস ৯, ব্লক ক, সেকশন ৬, ঢাকা। কনকর্ড পুলিশ প্লাজা, দোকান নং ১৪৬ (নিচতলা), প্লট নং ২, রোড নং ১৪৪, গুলশান ১, ঢাকা। বেইলি ফিয়েস্তা, ১ম তলা, ১/২ নিউ বেইলি রোড, ঢাকা। সীমান্ত স্কয়ার, ২য় তলা, শপ নং ১৩৭, ১৩৮, ১৩৯ এবং ১৪৮ রোড ২, ধানমন্ডি, ঢাকা। মোহাম্মদপুর, ২৮, প্রবাল হাউজিং, রিং রোড, ঢাকা। আজিজ সুপার মার্কেট, শপ নং ১, ২ (নিচতলা), শাহবাগ, ঢাকা। মালিবাগ, হাউস নং ৮৭, নিউ সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা। ওয়ারী, ২৮, র‌্যাঙ্কিন স্ট্রিট, ঢাকা। দেশী দশ, শপ: ১-২৭, ব্লক-বি, লেভেল ৪, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ঢাকা। দেশী দশ, আফমি প্লাজা ১/এ, বায়েজিদ বোস্তামী রোড, চট্টগ্রাম। দেশী দশ, বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স (নিচতলা) কুমারপাড়া, সিলেট। খুলনা, বি/৬, মজিদ সরণি, সোনাডাঙ্গা (সিটি ইন হোটেলের পাশে)। আলভী টাওয়ার, (১ম তলা), মডার্ন স্কুলের পাশে, ৫৭১ নজরুল অ্যাভিনিউ, রানীর বাজার রোড, কুমিল্লা। ইয়াংকে সোবহানবাগ, হাউস নং ১/এ, রোড নং ১৩ (নতুন) মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫।

ওয়েব: www.kaykraft.com
ইনস্টাগ্রাম: kaykraftbd
ফেসবুক: www.facebook.com/kaykraft.com.bd
ইউটিউব: https://www.youtube.com/c/KayKraftBD
কেয়ার লাইন: ০১৯২২১১৭৪২১
ছবি: তানভির খান

সী ব্লু-বেইজ রঙা হাফ সিল্ক প্রিন্টেড শাড়ি
মডেল: আরনিরা

মিডনাইট ব্লু হাফ সিল্ক প্রিন্টেড অ্যান্ড এমব্র্রয়ডারড শাড়ি
মডেল: জলি

ডার্ক ভায়োলেট ব্লেন্ডেড কটন এমব্র্রয়ডারড পাঞ্জাবি
মডেল: আকাশ

হ্যান্ড এমব্রয়ডারড কটন থ্রিপিস সেট
মডেল: মাহালেকা

জ্যাকার্ড কটনের সলিড পাঞ্জাবির নেকলাইনজুড়ে এমব্রয়ডারির এমবেলিশমেন্ট। সঙ্গে মানানসই পাজামা
মডেল: রাফি

হলুদ আর সবুজের সমন্বয়ে তৈরি স্ক্রিন প্রিন্টেড হাফসিল্ক শাড়ি
মডেল: লিন্ডা

স্কিন প্রিন্টেড বাটন ডাউন মিডি ড্রেস
মডেল: মাহালেকা

স্ক্রিন প্রিন্টেড কটন পাঞ্জাবি
মডেল: কোকো

স্টিল ব্লু রঙা সিল্কের প্রিন্টেড কুর্তিতে কারচুপির এমবেলিশমেন্ট
মডেল: আরনিরা

মভ রঙা পাঞ্জাবির নেকলাইন জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক
মডেল: তমাল

উডেন ব্রাউন জ্যাকার্ড কটনের কারচুপি অর্নামেন্টেড পাঞ্জাবি
মডেল: আকাশ

সেজ গ্রিন সিল্ক কুর্তিতে কারচুপির এমবেলিশমেন্ট
মডেল: জলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top