skip to Main Content

পোর্টফোলিও । ওরিয়ন

‘নেভার বি দ্য সেম’ মূলমন্ত্র নিয়ে ২০১৫ সালে এ দেশের ফ্যাশন মার্কেটে যাত্রা শুরু করে ফ্যাশন ফুটওয়্যার ব্র্যান্ড ওরিয়ন। জন্মলগ্ন থেকেই ওরিয়ন ফুটওয়্যারের সুস্পষ্ট লক্ষ্য ছিল ২০২০ সালের মধ্যে দেশীয় জুতার বাজারে শীর্ষ স্থানে পৌঁছানো। দেশব্যাপী বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সেই লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিকে বেগবান করেছে। পাশাপাশি ইউনিক শপিং এক্সপেরিয়েন্স দিতে, গুণগত মানসম্পন্ন পণ্য বিপণন এবং গ্রাহকসেবার মাধ্যমে ক্রেতাসাধারণের আস্থা অর্জনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়েছে ওরিয়ন ফুটওয়্যার। ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেই থেমে থাকেনি প্রতিষ্ঠানটি। অত্যাধুনিক ডিজাইন ও টেকসই জুতার পাশাপাশি ওরিয়নের প্রোডাক্ট লাইনে যোগ হয়েছে লেডিস ব্যাগ, পার্স, ট্রাভেল ব্যাগ, ট্রলি, বেল্ট, মোজা, সানগ্লাস।
ওরিয়ন ফুটওয়্যার এবারের ঈদ কালেকশনে যুক্ত করেছে দুই হাজারের বেশি নতুন ডিজাইনের জুতা ও অ্যাকসেসরিজ। ঈদ উৎসবের প্রতিটি মুহূর্ত বিশেষ করে তুলতে ওরিয়ন ফুটওয়্যার তাদের ঈদ কালেকশন সাজিয়েছে বিশেষভাবে; প্রতিটি মুহূর্তের জন্য বৈচিত্র্যময় সব জুতা, একই সঙ্গে অ্যাকসেসরিজের কালেকশন দিয়ে। ‘নেভার বি দ্য সেম’ ভাবধারায় এই ঈদে ওরিয়ন ফুটওয়্যার গ্রাহকদের বলতে চাইছে, ‘স্টেপ উইদ ওরিয়ন, ঈদ জমবে বহুগুণ’।
বর্তমানে ঢাকায় ১৩টিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জেলা শহরে ওরিয়ন ফুটওয়্যারের রয়েছে আরও ২১টি আউটলেট। দেশজুড়ে মোট এই ৩৪টি আউটলেটে ওরিয়নের নিয়মিত সব পণ্যের পাশাপাশি এক্সক্লুসিভ ঈদ কালেকশন পাওয়া যাবে।
শাখা: ঢাকা: যমুনা ফিউচার পার্ক, লেভেল ৩, জোন সি; বনানী, রোড ১১, প্লট ৩২; ওয়ারী, র‌্যাঙ্কিন স্ট্রিট, প্লট ১০; গুলশান, ১২১/ডি, গুলশান অ্যাভিনিউ; বনশ্রী, ব্লক সি, মেইন রোড, প্লট ১০; হাজীপাড়া, ১ পশ্চিম চৌধুরীপাড়া; মোহাম্মদপুর, ২৪/৯ রিং রোড; সীমান্ত স্কয়ার, চতুর্থ তলা; গ ২/সি শাহজাদপুর, বাড্ডা; ৯৭/বি, পূর্ব বাসাবো, বাসাবো; বসুন্ধরা সিটি, লেভেল ৬, ব্লক সি, দোকান ৯৭, ৯৮, ৯৯; এসকেএস টাওয়ার, দ্বিতীয় তলা, ভিআইপি রোড, মহাখালী; ৪৩, নিউ এলিফ্যান্ট রোড। চট্টগ্রাম: সানমার ওশান সিটি, সপ্তম তলা; চকবাজার, ১১৩/সি, কলেজ রোড। সিলেট: দরগা গেট; পূর্ব জিন্দাবাজার, জল্লারপাড় রোড; সোবহানীঘাট, বিশ্বরোড। মৌলভীবাজার: চৌমোহনা, ১০১ কোর্ট রোড। খুলনা: ৮১ ড. মশিউর রহমান রোড, সিমেট্রি রোড; ৩, কেডিএ অ্যাপ্রোচ রোড, কেডিএ নিউমার্কেট। টাঙ্গাইল: আকুরটাকুর পাড়া, জেলা সদর রোড। ফরিদপুর: আলীপুর মোড়, ৮৭ মুজিব সড়ক; রানার প্লাজা, ৬ষ্ঠ তলা, নবাব বাড়ী রোড। রাজশাহী: থিম ওমর প্লাজা। গোপালগঞ্জ: নজরুল প্লাজা, চৌরঙ্গী। নারায়ণগঞ্জ: আলমাস পয়েন্ট, ষষ্ঠ তলা, বঙ্গবন্ধু রোড, দ্বিতীয় রেলগেট। নেত্রকোনা: হোল্ডিং নং ২৭৭, ছোট বাজার। কক্সবাজার: দোকান নং ৫১, ৫২, ৫৩, ৫৪, জনতা শপিং সেন্টার, চকরিয়া। ঈশ্বরদী: দোকান ডি৪, ডি৫, প্রথম তলা, মনির প্লাজা, ঈশ্বরদী বাজার। রংপুর: সেন্ট্রাল রোড। পিরোজপুর: বাড়ি নম্বর ৬৫১, পশ্চিম শিকারপুর সড়ক, নতুন বাজার। বরিশাল: হোল্ডিং নং ০৬৮৮, এনায়েতুর রহমান সড়ক (ফলপট্টি), চকবাজার। দিনাজপুর: বাড়ি নং ২২২০/০, ওয়ার্ড ৩, দক্ষিণ মুন্সিপাড়া, স্টেশন রোড।

ওয়েব: www.orionfootwearltd.com
ফেসবুক: facebook.com/orionfootwearbd
ইনস্টাগ্রাম: orionfootwearbd
কেয়ার লাইন: ০১৮৪৭৪১৬১৭৮
ছবি: কৌশিক ইকবাল
ওয়্যারড্রোব: ক্লাবহাউস

ক্যাজুয়াল মেনজ শু
মডেল: ফাহিম

মেনজ ক্যাজুয়াল স্লিপ-অন শু
মডেল: সজিব

মেনজ সামার স্লিপ-অন স্যান্ডেল
মডেল: সজিব

লেডিস সামার ফ্ল্যাট স্যান্ডেল
মডেল: ইকরা

লেডিস সামার স্লিপ-অন স্যান্ডেল
মডেল: আনসা

লেডিস সামার ব্যালে ফ্ল্যাট
মডেল: মিলা

হাফ লোফার শু
মডেল: ফাহিম

স্লিপ-অন কিটেন হিল
মডেল: রোজ

লেডিস সামার ওয়েজ স্যান্ডেল
মডেল: রোজ

ফরমাল শু
মডেল: সজিব

লেডিস সামার স্যান্ডেল
মডেল: মিলা

মেনজ সামার স্যান্ডেল
মডেল: সজিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top