রাশি I ব্যয় বিপাক
মেষ
প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হওয়ার আনন্দে আটখানা হওয়ার মাস। তবে সেই আনন্দে খাবারের মাত্রা যেন না বাড়ে। ব্যবসায় বাড়তি বিনিয়োগে সতর্ক থাকুন।
বৃষ
একটু চিন্তিত? ভাববেন না কাছের মানুষেরাই সমস্যা থেকে টেনে বের করে আনবে। নিজের ওপর আস্থা হারালে অল্পতেই টলে যাবেন। রাস্তায় চলাচলে সাবধান।
মিথুন
একটু রয়ে-সয়ে খরচ করবেন। সামনে খরচের বহরে পকেট ভারী থাকা চাই। যা ব্যয় হবে, তা আরও কিছু সঙ্গে নিয়ে ফিরে আসবে। শরীরের চাই বিশেষ যত্ন।
কর্কট
ফাগুনের গুনগুন এখনো শেষ হয়নি? অবশ্য সময়টা যে গুনগুন করার মতোই। আর্থিক যোগও চাঙা। ব্যস, আর কী লাগে? ব্যাগ-প্যাক গুছিয়ে বেরিয়ে পড়ুন।
সিংহ
শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা ভোগান্তি যাচ্ছে। কর্মস্থলেও কাজের বেগতিক অবস্থা। মন খারাপ করবেন না। সব ঝামেলা একসঙ্গেই শেষ হতে যাচ্ছে। কাছের মানুষে মনোযোগ দিন।
কন্যা
সৃজনশীলদের জন্য মাসটি দারুণ সম্ভাবনাময়। তাই সৃষ্টিশীল কাজের পেছনে আরেকটু সময় দিন। তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে ভাবনা-চিন্তা করে নেওয়া চাই।
তুলা
যেমন ভালো যাচ্ছে, তেমনি যাবে আরও কিছুদিন। এরপর ব্যস্ততায় দম ফেলারও সুযোগ থাকবে না! প্রতিযোগিতার বাজারে টিকতে হলে পরিশ্রমের বিকল্প নেই।
বৃশ্চিক
মাসটি বেশ সম্ভাবনাময়, আপনার জন্য। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা রয়েছে; পাওনা টাকা আদায়েরও। এবার খরচের লিস্টটা করেই ফেলুন!
ধনু
ব্যবসায় ছোট-বড় যেমন সুযোগ আসুক, কোনোটিই হাতছাড়া করতে নেই। অনেক সময় ছোট সুযোগের হাত ধরেই বড় কিছু আসে, তাই না?
মকর
ভার হয়ে থাকা মন হালকা হওয়ার উপলক্ষ ঘটতে যাচ্ছে। বন্ধু ছাড়া জীবন ভাবা যায়? আপনার ভারী মন ফুরফুরে করে দেবে বন্ধুরাই। একটু তো হাসুন!
কুম্ভ
খরচের মাস; আয়ও বাড়বে। তাই ব্যয় বেশি বিপাকে ফেলবে না। বন্ধু বা কাছের মানুষদের সঙ্গে সব সময় তর্কে যেতে নেই। সম্পর্কে ফাটল ধরতে পারে।
মীন
বড্ড ব্যস্ত সময় কাটছে? তাতে পরবর্তী মাসে থাকবেন একেবারেই ঝাড়া হাত-পা। অল্প পরিচিত কেউ ব্যাপক প্রভাবিত করতে পারে। যদিও তা ইতিবাচক।