skip to Main Content

সম্পাদকীয়

ঈদ মোবারক। ত্যাগের মহিমা নিয়ে আসা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যানভাসের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীকে জানাই শুভেচ্ছা।
ঈদ ঘিরেই সাজানো হলো এবারের আয়োজন। ঈদের সঙ্গে আতিথেয়তার রয়েছে গভীর সংযোগ। আর বাঙালি ও বাংলাদেশিদের আতিথেয়তার সুনাম তো সর্বজনবিদিত! ইতিহাসের অলিগলি ঘেঁটে ঈদ ও আতিথেয়তার মেলবন্ধনের শিকড় সন্ধানমূলক বিশ্লেষণ হাজির করা হলো কভারস্টোরিতে। এডিটর’স কলামে রক্তদানের মানবিক ও প্রয়োজনীয় আহ্বানের পাশাপাশি লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে ঢালিউডের শীর্ষস্থানীয় চিত্রতারকার একান্ত জীবনে উঁকি, রসিকতার মোড়কে বাস্তবতার একই সঙ্গে রূঢ় ও মানবিক প্রসঙ্গের অবতারণা, ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে কিংবা জিম বন্ধ থাকার দিনগুলোতে সহজে দেহচর্চা সারার নানা উপায়ের হাজিরা, মহাসমুদ্র মূল্যায়ন, আফ্রিকার এক দুর্গম আদিবাসী গ্রামে ভ্রমণের গল্প ইত্যাদি।
ফ্যাশন সেগমেন্টে বিশেষ পোর্টফোলিওর পাশাপাশি চামড়াজাত পণ্যের অপচয়রোধের কৌশল, ক্রেতাসন্তুষ্টির ওপর মনোনিবেশ, ঈদের দিনে বিশেষত নামাজে দারুণ সুঘ্রাণ ছড়ানো আতরের আদ্যোপান্ত, বিলাসবহুল পণ্যের পেছনে ছোটার মনুষ্য প্রবণতার মনস্তাত্ত্বিক কারণ সন্ধান প্রভৃতি হাজির করা হলো।
ত্বকযত্নে স্পট স্পেসিফিক ট্রিটমেন্টে গুরুত্বারোপ, ফার্মিং বডি লোশনের কার্যকারিতা যাচাই, ত্বক ঘিরে পুরুষের আত্মবিশ্বাস বাড়ানোর পন্থা, বাহ্যিক বিশেষত চেহারা সুন্দর মানেই সাফল্যের নিশ্চয়তা—চলতি এমন ধারণার পেছনকার মানসিক কার্যকারণ, যুক্তি অনুসন্ধানসহ নিয়মিত বিভাগগুলোর উপস্থাপনা রইল বিউটি সেগমেন্টে।
ঈদ মানেই খাওয়াদাওয়ার ধুম! কোরবানির ঈদ হলে তো কথাই নেই! বিশেষত গরুর মাংসের নানা পদের রীতিমতো ছড়াছড়ির দেখা মেলে মুসলিম ঘরে ঘরে। এই চিরচেনা মাংসের কিঞ্চিৎ অচেনা অথচ স্বাস্থ্যকর পাঁচটি রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতে। আরও রইল প্রাচীন সুমেরীয় সভ্যতার খাদ্যসংস্কৃতির খোঁজ, অধুনা পার্ল শেপড বাবল ফুডের তথ্য-তালাশ, রেড মিট গ্রহণের পর স্বাস্থ্যঝুঁকি কমানোর ক্ষেত্রে পুষ্টিবিদের দিকনির্দেশনা, নিরামিষভোজী ও মাংসভোজীর মধ্যকার অশেষ বিতর্কের পানে ক্ষণিক দৃষ্টিপাত প্রভৃতি।
ঈদের আনন্দমুখর আবহে মন খারাপের ঘটনাও ঘটে! ১০ মে প্রয়াত হয়েছেন বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী। ৮৭ বছরের জীবনে বাংলা সংগীত ও সংস্কৃতিকে নানাভাবে ঋদ্ধ করে গেছেন তিনি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি জানাই গভীর শোক ও সমবেদনা।

ঈদ আনন্দে কাটুক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top