লোগো লিগ্যাসি I এরমেস
ফরাসি ব্র্যান্ড। ১৮৩৭ সালে থিয়েরি এরমেস প্রতিষ্ঠা করেন। নিজের নামটিই বেছে নেন ব্র্যান্ড নেম হিসেবে। লোগোতে দৃশ্যমান ঘোড়ার গাড়িতেও পুরোপুরি মিশে আছেন তিনি আর তার কর্মযজ্ঞ।
লোগোর পুরোটাই কালো। ব্ল্যাক অন ব্ল্যাক যাকে বলে। সেখানে দারুণ এক ঘোড়া আর তার গাড়ি। আবার প্যাকেজিং দেখা যায় কালার প্যালেটের উজ্জ্বল রঙের অন্যতম কমলার উপস্থিতি। আইকনিক অরেঞ্জে তখন ঘোড়া আর তার গাড়ি দৃশ্যমান হয় সাদা রঙে।
লোগো
এরমেস শুরু করেছিলেন ঘোড়ার গাড়ির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি থেকে। পরে এই লেবেলে হাজার রকম পণ্য তৈরি হলেও লোগোতে জ্বলজ্বলে সেই ইতিহাস। অশ্বারোহী গাড়ি সেখানে চিরন্তন। কারণ, শিকড় গাঁথা সেখানেই। আরও জানা যায়, এই সিম্বলের সঙ্গে সম্পর্ক আছে লাক্সারির। উনিশ শতকে ঘোড়ার গাড়িকে অভিজাতের বাহন হিসেবে বিবেচনা করা হতো। এরমেস তাদের লোগোর মাধ্যমে প্রকাশের চেষ্টা করেছে উচ্চমান আর আভিজাত্য। এই দুয়ের সঙ্গে যোগসূত্রের প্রকাশ ঘটেছে তাদের পণ্যে।
রং
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগপর্যন্ত এরমেসের প্যাকেজিংয়ের কালার ছিল ক্রিম। যুদ্ধকালীন এই রং সোর্স করা কঠিন হয়ে দাঁড়ায়। তখন সিদ্ধান্ত হয় কমলা রঙের শেড বেছে নেওয়ার। বিশেষ পরিস্থিতিতে নেওয়া এই সিদ্ধান্তই পরে ব্র্যান্ডটির ভিজ্যুয়াল আইডেন্টিটি হয়ে দাঁড়ায়। সঙ্গত দেয় সাদা ফিতা।
টাইপোগ্রাফি
এরমেসের লোগোতে ব্যবহার করা হয়েছে বহুল জনপ্রিয় শেরিফ টাইপফেস। সঙ্গে লেখা প্যারিসের জন্য ব্যবহার করা হয়েছে স্যান্স-শেরিফ ফন্ট।
ফ্যাশন ডেস্ক
ছবি: ইন্টারনেট