ফটোফিচার I বন্ধন
জীবনের প্রথম সুপারম্যান। কারও কারও কাছে ম্যাজিশিয়ানও বটে। যার কাছে চাইলেই সবকিছু পাওয়া যায়। হোক তা চকলেট, নতুন গাড়ি কিংবা মায়ের বকা থেকে রক্ষা। একসময় বাবা ছিলেন যেন এক দূরের মানুষ। ছিল শাসন আর ভয়ের এক অদৃশ্য দেয়াল। শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসার প্রকাশ সেখানে ছিল অনুচ্চারিত। অনেকে কখনো বাবাকে বলেনি, ‘বাবা, তোমাকে ভালোবাসি’। সেই দৃশ্যপট বদলেছে। সন্তানের বন্ধু, শ্রোতা, সহযাত্রী হয়ে উঠেছেন বাবা। সন্তান আজ বাবার সঙ্গে ভাগ করে নেয় নিজের ভাবনা, স্বপ্ন, কষ্ট, মতভেদ—সবই

ওটু-এর স্বত্ত্বাধিকারী আসিফ ইকবাল এবং তার পুত্র আয়ান ইকবাল ও ওয়াফি ইকবাল

বিশ্বরঙ-এর স্বত্ত্বাধিকারী বিপ্লব সাহা ও তার পুত্র স্বর্ণভ সাহা সম্পদ

টুয়েলভ-এর স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ হিল রাকিব ও তার পুত্র মাহির দাইয়ান

বালুচর-এর স্বত্ত্বাধিকারী শাহীন চৌধুরী ও তার পুত্র ইয়াবিন চৌধুরী
ছবি: সংগ্রহ