skip to Main Content

ইভেন্ট I জুরহেমের জয়রথ

কানের লালগালিচায় জ্বলজ্বলে জুরহেম। বাংলাদেশি হাই ফ্যাশন ব্র্যান্ড। বিশ্বদরবারে তাক লাগানো পদক্ষেপ। উদাহরণ আর অনুপ্রেরণা তো বটেই; একই সঙ্গে জুরহেমের মাহেন্দ্রক্ষণও বলা যায়

এ বছরের প্যারিস ফ্যাশন উইকে জুরহেমের ফল-উইন্টার কালেকশন প্রদর্শিত হয়। সে সময়ে হাউস অব ভেন্ডোমের আমন্ত্রণে যোগ দিতে বিশেষ এক কালেকশন তৈরি করে ব্র্যান্ডটির ডিজাইনার মেহরুজ মুনির। শিরোনাম সোলারিস। সূর্য থেকে প্রাণিত এই কালেকশন সেই প্রদর্শনীতেই নজর কাড়ে তারকাদের। বিকিকিনিও চলে বেশ। বাকি থেকে যায় অল্প কিছু। সেসব নিয়ে দেশে ফিরে এলে এখানেই গল্পটি ফুরিয়ে যেত। ফুরোয়নি; কারণ, মেহরুজ স্যুটকেসে করে ফিরিয়ে আনেননি তার নিখুঁত নকশার পোশাকগুলো; বরং প্যারিসের একটি জনসংযোগ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে দেন। আর সেখান থেকেই তারকাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। সেলেবরাও মুগ্ধ হন জুরহেমের পোশাকে। এখানেই ছক্কা হাঁকাতে সক্ষম হয় বাংলাদেশি এই ব্র্যান্ড। তারকারা কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেট ইভেন্টে যোগ দেওয়ার জন্য বেছে নেন ব্র্যান্ডটির পোশাক।
সোলারিসের প্রভা
ফরাসি তারকা, মডেল এবং ইনফ্লুয়েন্সার সুফিয়ান সাই সোনালি রঙা কর্ডের তৈরি স্যুট পরে হাজির হয়েছিলেন। স্ট্রাকচারড ছিল এই স্যুটের প্যাটার্ন। ফরাসি আর এক সোশ্যাল মিডিয়া পারসোনালিটির পরনেও ছিল এই ব্র্যান্ডের পোশাক। নাম ভায়া ব্রেজিয়ার। তিনি পরেছিলেন ড্রামাটিক সানবার্স্টের একটি পোশাক।
২০১৯ সালের মিস ফ্রান্স ওফেলি মেজিনোর পরনে দেখা গেছে জুরহেম। ওভারসাইজড ইউনিসেক্স ট্রেঞ্চ কোটে হাজির হয়েছিলেন। মুক্তার অনবদ্য ব্যবহার কোটটিকে বিশেষ করে তুলেছিল।
একাধারে অভিনয়শিল্পী, টিভি হোস্ট পাউলা রিতা স্যাডি পরেছিলেন এই ব্র্যান্ডের ব্রালেট। সবুজ জমিনে এমব্রয়ডারি সেখানে। সঙ্গে কালো সার্কুলার কাটআউট স্কার্টের সঙ্গত।
উদ্যোক্তা সান্দ্রা জউমা, কেজেড২৪ লিমিটেডের সিইও পরেছিলেন জুরহেমের সবুজ মখমলের সার্কুলার টপ। এতেও ছিল থিম মিলিয়ে সানবার্স্টের উপস্থিতি।
কানে কিন্তু এবার দেশীয় রাজশাহী সিল্কও পৌঁছে গেছে জুরহেমের হাত ধরে। ফরাসি মডেল ওয়ারেন সি এস সবুজ ডুপিয়ান সিল্কে সেজেছিলেন। সোনা রং সূর্যের ছটার উদ্ভাস তাকে করেছিল অতুলনীয়।
হালের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক সেনসেশন ইয়েনিকে দেখা যায় জুরহেমের অফ হোয়াইট ক্রপড ব্লেজারে। এমব্রয়ডারি আর মুক্তার সঙ্গতে তৈরি পোশাকে আনকোরা দেখাচ্ছিল এই তরুণ তারকাকে।
এ বছর বাংলাদেশের চলচ্চিত্র ‘আলী’ নির্বাচিত হয়েছে কানের কম্পিটিশন ক্যাটাগরির জন্য। আদনান আল রাজীব পরিচালিত সেই মুভিতে নামভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। জুরহেম তার জন্য তৈরি করেছে একটি বিশেষ পোশাক। প্রেরণা ছিল আমাদের জাতীয় ফুল শাপলা। সেই পোশাকে লালগালিচায় হেঁটেছেন এই অভিনেতা।
কান বিশ্বের বিশেষ চলচ্চিত্র উৎসবের একটি। কানের প্রাঙ্গণে এ দেশের তারকাদের যাত্রা নতুন নয়। কিন্তু একসঙ্গে এতজন তারকা একই ব্র্যান্ডের পোশাকে এই প্রথম কোনো আন্তর্জাতিক উৎসবে উপস্থিত হয়েছিলেন। জুরহেমের কান যাত্রা তাই বিশেষ।
জুরহেমের প্রতিষ্ঠাতা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনিরের সঙ্গে কথোপকথনে জানা যায়, দারুণ উচ্ছ্বসিত তিনি। বাংলাদেশের ফ্যাশন জগতের মুকুটে নতুন এক পালক যুক্ত করেছেন তিনি। এই বৃহস্পতির দশা দীর্ঘ করার চেষ্টায় নতুন কাজে তিনি ব্যস্ত এরই মধ্যে।
 ফ্যাশন ডেস্ক
ছবি: জুরহেম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top