skip to Main Content

সম্পাদকীয়

বর্ষামুখর সময়ে ক্যানভাস সাজল বৃষ্টির স্নিগ্ধতা সঙ্গী করে। আকাশজুড়ে যখন মেঘের সাজ, কখনো কখনো মিষ্টি-মধুর রিনিঝিনি শব্দে একপশলা, আবার কখনো মুষলধারে নেমে আসে বৃষ্টি; এমন দিনগুলোতে উদরপূর্তির বিশেষ আয়োজনের ধুম পড়ে যায় অনেকের গৃহে। খাদ্য গ্রহণের ক্ষেত্রে মুখরোচক পদের পাশাপাশি পুষ্টিগুণের প্রতিও দেওয়া চাই বিশেষ নজর। আর তা নিয়ে অনেক সময় ছড়িয়ে থাকে নানা বিভ্রান্তি; বিশেষত পুষ্টি উপাদান প্রোটিন বা আমিষ ঘিরে। স্থূলতার ভয়ে অনেকে খাদ্যতালিকা থেকে যথেচ্ছভাবে একে সরিয়ে ফেলেন কিংবা গ্রহণের পরিমাণ কমিয়ে দেন, যা হয়ে উঠতে পারে হিতে বিপরীত। তাই সঠিক পরিমাণ আমিষ গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে দুনিয়াজুড়ে। ফলে প্রোটিন পাওয়ারহাউস টার্ম এখন ট্রেন্ডি। পুষ্টিবিদদের দিকনির্দেশনা নিয়ে, এ বিষয় ঘিরেই এবারের কভারস্টোরি। ফুড সেগমেন্টে আরও রয়েছে বৃষ্টির দিনে গরম-গরম উপভোগ্য পাঁচটি খাবারের রেসিপি, প্রাচীন চীনের খাদ্যাভ্যাসে উঁকি, ব্লু জোন ডায়েটের সঠিক নিয়মাবলি ইত্যাদি।
বর্ষা মৌসুমে নারীদের পোশাক নির্বাচনে দেশি সিল্কের শাড়ি হতে পারে দারুণ বাছাই। কেননা, এ পোশাক শুকায় দ্রুত; শরীরে ধারণ করাও সহজ। এমন পোশাকের ওপর ফোকাস করা হলো পোর্টফোলিওতে। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে মনসুন ওয়েডিংয়ের আদ্যোপান্ত, স্টেটমেন্ট পিস হিসেবে ছাতার ব্যবহারবিধি, সার্কুলার ফ্যাশন মডেলের কার্যকারিতা প্রভৃতি।
মেকআপ করার ক্ষেত্রে মনোজগতে বৃষ্টি কতটুকু প্রভাব ফেলে, তা নিয়ে বিস্তারিত বিউটি সেগমেন্টে। এ সময় স্যান্ডেল বেশ উপযোগী পাদুকা; তা পরার ক্ষেত্রে দৃশ্যমান হয়ে থাকা নখের সাজ কেমন হতে পারে, বৃষ্টির দিনে চকলেট বাথ শরীরে এনে দিতে পারে কতটুকু সৌন্দর্য ও প্রশান্তি, পুরুষের গোঁফে পেনসিল মাসট্যাশ কেমন মানাবে ইত্যাদি বিষয়ের পাশাপাশি নিয়মিত অন্যান্য বিভাগেও সেজেছে এই সেগমেন্ট।
রসিকতা প্রাত্যহিক জীবনের অন্যতম অনুষঙ্গ। সাধারণত প্রত্যেক মানুষই কখনো না কখনো রসিকতা করে। তা মুহূর্তে হাসির খোরাক জোগালেও কখনো কখনো বয়ে আনতে পারে বিষাদ। আন্তর্জাতিক রসিকতা দিবস উপলক্ষে রসিকতার ধরন-ধারণের ওপর আলোকপাত করা হলো এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে জনপ্রিয় রকস্টারের একান্ত জীবনের গল্প, হাইব্রিড এক্সারসাইজের দিকনির্দেশনা, ম্যানগ্রোভ ইকোসিস্টেম সুরক্ষার প্রয়োজনীয়তা অনুসন্ধান, বৃষ্টি-আতঙ্ক ঘিরে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ, বৃষ্টির দিনে দক্ষিণাঞ্চলীয় আফ্রিকান রাষ্ট্র মালাউইর বিশেষ লেক ঘিরে ভ্রমণের গল্প ইত্যাদি।
রিনিঝিনি বরিষণের দিনে মন খারাপের ঘটনাও ঘটে! এমনই এক ঘটনা স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদের প্রয়াণ। ৬৭ বছর বয়সে, গত ২০ জুন তিনি মৃত্যুবরণ করেন। দেশের ফ্যাশন ফটোগ্রাফিতে তার অবদান কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করছি; তার শোকসন্তপ্ত পরিবারের জন্য রইল সমবেদনা।
সময় ভালো কাটুক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top