বিউটি বক্স
টু ফেসড কোকোয়া বোল্ড লিপস্টিক
যুক্তরাষ্ট্রের প্রসাধন ব্যবসার অন্যতম অংশীদার টু ফেসড এবার নিয়ে এসেছে কোকোয়া ইন্সপায়ারড লিপস্টিক। এটি ক্রিমি টেক্সচারের এবং চকলেট রাসবেরির সুগন্ধে ভরপুর। রংটাও তেমনি। যেন এক টুকরো চকলেটে সাজছে ঠোঁট। লাইট ওয়েট ফর্মুলায় তৈরি। তাই ভারী আস্তরণ ঠোঁটের ওপর জেঁকে বসার জো নেই। আবার ফিনিশিং ম্যাট, তাই অনায়াসে ব্যবহার করা যাবে একটানা দীর্ঘক্ষণ। মোট আট শেডে তৈরি। ভেগান পণ্য। কেনা যাবে ৪ হাজার টাকায়।
নারসের সেটিং পাউডার
ফরাসি কসমেটিক ব্র্যান্ডটির নতুন এই পণ্য মূলত প্রেসড পাউডার। লাইট রিফ্লেক্ট করতে সক্ষম। ডারমাটোলজিক্যালি টেস্টেড। তাই সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। নন-অ্যাকনেজেনিক। তাই লোমকূপ বন্ধ করে ব্রণ তৈরি করবে না। ওয়েটলেস ফর্মুলার পণ্য। মাইক্রোফাইন মিনারেল যুক্ত। এতে আরও রয়েছে গ্লিসারিন এবং ভিটামিন ই। এই ভিটামিন শুষ্কতা থেকে ত্বককে সুরক্ষা দেয়। সুগন্ধির ব্যবহার নেই। প্যারাবেন ফ্রি। খুবই হালকা হওয়ায় ব্যবহারে ঝক্কি নেই। এর বিশেষ গুণ, এটি ফটোফ্রেন্ডলি গুণসমৃদ্ধ। মূল্য প্রায় সাড়ে ৫ হাজার টাকা।
ম্যাকের পাউডার কিস ভেলভেট ব্লার স্লিম স্টিক
ময়শ্চারাইজার ইনফিউসড লিপস্টিক। ১২ ঘণ্টা অবধি ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। ঠোঁট শুষ্ক করে না। এই দীর্ঘ সময়ে লিপস্টিক থাকে একই রকম। মুছে যায় না কিংবা ফিকে হয়ে আসে না। ব্যবহারে ঠোঁটে ভারী কোনো প্রলেপ তৈরি হয় না। তাই ব্যবহার করা যায় স্বস্তিতে। তৈরিতে উজ্জ্বল সব রঙের শেড বেছে নেওয়া হয়েছে; যা বর্তমান সময়ে চাহিদার তালিকায় নাম করেছে বেশ। ফিনিশ ভেলভেটি। তাই ঠোঁট মসৃণ রাখে। মডার্ন ম্যাট লুক ধরে রাখে। কোনো প্রাণিজ উপাদান নেই। মিনারেল, ফ্যাটালেট, প্যারাবেনের উপস্থিতি শূন্য। তাই ব্যবহার নিরাপদ। খরচ পড়বে ৩ হাজার ৫০০ টাকা।
ক্লিনিকের রেডনেস সল্যুশন
ত্বক লালচে হওয়ার প্রবণতা, একই সঙ্গে রোদ থেকে ত্বককে রক্ষার তাড়না। এমন মানুষদের কথা ভেবে আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড বাজারে এনেছে রেডনেস সল্যুশন। এতে আছে এসপিএফ; যা রোদের ক্ষতিকর দিক থেকে ত্বক রাখবে সুরক্ষিত। শুষ্ক, তৈলাক্ত এবং মিশ্র—তিন ধরনের ত্বকের জন্যই পারফেক্ট। ব্যবহারে মিডিয়াম কাভারেজ দেয়। দেয় ন্যাচারাল ফিনিশ। তাই নিত্য দিনের মেকআপে ব্যবহার করা যায়। কালার কারেক্টিং ফর্মুলার উপস্থিতি আছে; যা ত্বককে রেডনেসের মতো সমস্যা থেকে মুক্তি দেয়। দাম ৫ হাজার টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ