নখদর্পণ I স্যান্ডেল সিজন সোর্স
চলতি সময়ের জন্য সেরা অপশন। পা জোড়া সাজিয়ে তোলার জন্য তো বটেই; পারফেক্ট টো রেডি লুক পেতে
বর্ষা মানেই বৃষ্টির পানিতে পা ডুবিয়ে হালকা বাতাসে স্যান্ডেল পরে ঘুরে বেড়ানোর মজা। এই মৌসুমে তাই পোশাকের পাশাপাশি পায়ের সৌন্দর্যও ভীষণ গুরুত্বপূর্ণ। একটি সুন্দর পেডিকিউর শুধু পায়ের নখ সুন্দরই করে না; আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়। এ বছরের লেটেস্ট ট্রেন্ডচার্ট এ ব্যাপারে কী বলছে, তা জানতে হয় তো!
ফ্রেঞ্চ পেডিকিউর: ক্ল্যাসিক এলিগ্যান্স
সব সময় একটি টাইমলেস চয়েস হিসেবে বিবেচিত। তবে চলতি বছর এটি আরও মডার্ন হয়ে ফিরে এসেছে। এখন শুধু সাদা টিপ নয়; বরং মেটালিক গোল্ড, সিলভার বা রঙিন টিপও জনপ্রিয় হয়ে উঠেছে। কাইলি জেনার, হেইলি বিবারের মতো সেলিব্রিটিরাও এই স্টাইলে দেদার সাজছেন। ফ্রেঞ্চ পেডিকিউর করতে হলে প্রথমে একটি ন্যুড বা হালকা গোলাপি বেস কোট দেওয়া যায়। এরপর সাদা টিপের বদলে গোল্ড বা সিলভার পলিশ দিয়ে নখের টিপগুলো সাজিয়ে নেওয়া সম্ভব। চাইলে রাইনস্টোন বা পার্ল বসিয়ে এক্সট্রা গ্ল্যামারও যোগ করা যেতে পারে।
লেপার্ড প্রিন্ট: জঙ্গল ফিভার
অ্যানিমেল প্রিন্ট শুধু ফ্যাশন দুনিয়ায় নয়, বিউটি ট্রেন্ডেও দারুণভাবে জায়গা করে নিয়েছে; বিশেষ করে লেপার্ড প্রিন্ট পেডিকিউর এখন বেশ জনপ্রিয়। এটি একটি বোল্ড ও সেক্সি চয়েস, যা ট্যানড ত্বকের সঙ্গে দারুণ মানায়। নজরকাড়া স্টাইল পছন্দ যাদের, তাদের জন্য পারফেক্ট।
ঘরে বসে এই লুক তৈরি করতে চাইলে কিছু সহজ ধাপ অনুসরণ করলেই চলবে। প্রথমে একটি টপ বা মিউটেড ব্রাউন বেস কোট লাগিয়ে নেওয়া চাই। এরপর ব্ল্যাক নেইল আর্ট পেন বা ডটিং টুল ব্যবহার করে ছোট ছোট অসমান স্পট তৈরি করে নিতে হবে, যেন লেপার্ডের গায়ের দাগের মতো দেখায়। সবশেষে একটি ক্লিয়ার টপ কোট দিয়ে পুরো ডিজাইন সিল করে নিলেই এটি দীর্ঘস্থায়ী হয় এবং চকচকে দেখায়।
বার্বি পিঙ্ক: নিওন ম্যাজিক
২০২৫ সালে নিওন পিঙ্ক পেডিকিউর রীতিমতো ফ্যাশন স্টেটমেন্টে পরিণত। এই উজ্জ্বল, চনমনে রং একদিকে যেমন ফাঙ্কি স্টাইলের অনুভূতি দেয়, অন্যদিকে একধরনের ইয়ুথফুল এনার্জিরও প্রকাশক। নিওন পিঙ্ক এমন একটি রং, যা গ্রীষ্মের উজ্জ্বল রোদে আরও বেশি প্রাণবন্ত দেখায়, বিশেষ করে যখন স্যান্ডেল বা ফ্লিপ-ফ্লপ পরা হয় তখন। পার্টি, বিচ ট্রিপ বা কেবলই নিত্য দিনগুলোতে একটু চমকালো কিছু চাইলে নিওন পিঙ্ক পারফেক্ট পছন্দ।
এই রং আরও বেশি ঝকঝকে দেখাতে চাইলে একটি ছোট্ট ট্রিক ব্যবহার করা যেতে পারে—সাদা বেস কোট। প্রথমে একটি হোয়াইট বেস কোট মাখিয়ে এর ওপর নিওন পিঙ্ক নেইলপলিশ দেওয়া যেতে পারে। সাদা বেস নিওন রংকে আরও উজ্জ্বল করে ইনটেনসিটি অনেকটা বাড়িয়ে দেয়।
ম্যাট হোয়াইট: মিনিমালিস্টিক চার্ম
এই ট্রেন্ড চিরন্তন। তবে চলতি বছর তাতে যোগ হয়েছে নতুনত্ব—ম্যাট ফিনিশ। চকচকে ভাবের বদলে ম্যাট টেক্সচার পায়ের নখে একধরনের ক্লিন, মিনিমাল ও মডার্ন লুক এনে দিতে সক্ষম; যা খোলা জুতা বা স্যান্ডেলের সঙ্গে বিশেষভাবে মানানসই। এটি এমন একটি স্টাইল, যা দিনের আলোতেও পরিপাটি দেখায়; আবার সন্ধ্যার কোনো ইভেন্টেও একদম উপযুক্ত।
প্যাস্টেল ওমব্রে: ড্রিমি গ্রেডিয়েন্ট
পেডিকিউরের আরেকটি ট্রেন্ডিং ও চমৎকার স্টাইল এটি। হালকা গোলাপি, বেবি ব্লু, ল্যাভেন্ডার বা মিন্ট গ্রিনের মতো সফট শেড একত্রে ব্যবহার করে এই গ্রেডিয়েন্ট লুক তৈরি করা যায়। এই ডিজাইন যেমন চোখে শান্তি দেয়, তেমনি লুকে আর্টিস্টিক ফিনিশও নিয়ে আসে।
ঘরে বসে এটি করতে চাইলে ব্যবহার করা যায় একটি ছোট স্পঞ্জ। প্রথমে পছন্দের দুই বা তিনটি প্যাস্টেল শেড স্পঞ্জে লাগিয়ে ধীরে ধীরে নখের ওপর ট্যাপ করে বসিয়ে দেওয়া চাই। এরপর একটি টপ কোট ব্যবহার করা যায়, যেন রংগুলো ভালোভাবে মিশে যায় এবং একটি স্মুথ ফিনিশ পাওয়া যায়।
ফ্লোরাল আর্ট: বোহো-শিক
বছরের এই সময়ের জন্য ছোট ছোট ফুল, পাতার প্যাটার্ন বা ডেইজি ডিজাইন একেবারে পারফেক্ট চয়েস। এই ধরনের নখের ডিজাইন একধরনের সতেজতা এবং খুশির আবহ তৈরি করে সাজে। সাদা বা হালকা পিঙ্ক বেসের ওপর হ্যান্ড-পেইন্টেড ছোট ফুল, পাতার রেখা অথবা একটি সিম্পল ডেইজি মানেই ‘কিউট মিটস মিনিমাল’ ট্রেন্ডকে উসকে দিতে যথেষ্ট।
ন্যুড: অলটাইম ক্ল্যাসিক
পরিশীলিত, পরিষ্কার ও মিনিমাল লুক তৈরি করে, যা যেকোনো আউটফিট বা উপলক্ষের সঙ্গে মানিয়ে যায়—হোক সেটা অফিস, কফি ডেট কিংবা ক্যাজুয়াল আউটিং। ন্যুড পেডিকিউর তাদের জন্য আদর্শ, যারা কম রঙেই খেলতে স্বচ্ছন্দ। দীর্ঘ সময় একই লুক বজায় রাখতে চান। নিজের স্কিন টোনের সঙ্গে মেলে এমন ন্যুড শেড বেছে নিতে পারলে নখ আরও ন্যাচারাল, স্বাস্থ্যকর ও পরিপাটি দেখায়।
টমেটো রেড: সেক্সি অ্যান্ড বোল্ড
নজর তো কাড়বেই, আত্মবিশ্বাসও ছড়াবে। এই উজ্জ্বল ও চনমনে রং ট্যানড ত্বকের সঙ্গে অসাধারণভাবে মানিয়ে যায়। ফলে পায়ের নখ আরও উজ্জ্বল ও আকর্ষণীয় দেখায়। এটি একদিকে যেমন ক্ল্যাসিক, অন্যদিকে দারুণভাবে বোল্ড ও সেনসুয়াল।
নেভি ব্লু: এজি অ্যান্ড ক্ল্যাসিক
সাদা বা হালকা রঙের আউটফিট—বিশেষ করে সানড্রেস, লিনেন প্যান্ট বা শিফন স্কার্টের সঙ্গে এটি দারুণভাবে কনট্রাস্ট তৈরি করে এবং পুরো লুককে আরও এলিগ্যান্ট করে তোলে।
শিরীন অন্যা
ছবি: সংগ্রহ