ফ্রম ফ্যাশন উইক I কোণঠাসা
নাটকীয়তায় পূর্ণ ছিল প্যারিস ফ্যাশন উইক ফল উইন্টার ’২৫ এর প্রতিটি শো। ক্ষুদ্রাতিক্ষুদ্র সব ডিটেইল দিয়েও যেখানে নজর কাড়তে দেখা গেছে ব্র্যান্ডগুলোকে। এ ক্ষেত্রে ডিওরের শোর মেকআপ এড়িয়ে যাওয়ার সাধ্য হয়নি কারও। ব্র্যান্ডটির বিউটি ক্রিয়েটিভ অ্যান্ড ইমেজ ডিরেক্টর পিটার ফিলিপের তৈরি ইমপ্যাক্টফুল আইলাইনার লুকে কালো কাজল খেলা করেছে শুধু চোখের ভেতরের কোণে। তাতেই কেল্লা ফতে! ইনার ইমো টিনকে জাগিয়ে তুলতে এর চেয়ে সহজ উপায় আর কী আছে। ঠোঁট রাখা হয়েছিল নিউট্রাল, ক্লিয়ার লিপ গ্লো অয়েলের ছোঁয়ায়। সঙ্গে মানানসই উইন্ডসোয়েপ্ট টেনড্রিলসমেত লো পনিটেইল হেয়ারস্টাইল। ব্যস!
বিউটি ডেস্ক
মডেল: উষ্ণতা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল