skip to Main Content

হরাইজন

ব্যালেন্সিয়াগার সারপ্রাইজ

সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে কোলাবোরেশনে চমকে দিয়েছে স্প্যানিশ ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা। ক্যাম্পেইনের পুরো নাম ব্যালেন্সিয়াগা মিউজিক স্প্রিং ২০২৬। এই কালেকশনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রিটনি। তার কারিশমা, স্টাইল, দীর্ঘ সময়ের সংগ্রামের প্রতিচ্ছবি এই ক্যাম্পেইনের ভিজ্যুয়াল আর্ট এবং ডার্ক টোনে প্রকাশিত হয়েছে। এখানে যোগ করা হয়েছে তার নিজের বেছে নেওয়া গান এবং বিএফআরএনডির কম্পোজ করা রিমিক্স। তাই এই কনটেন্ট একই সঙ্গে মিউজিক এক্সপেরিয়েন্সও বটে। মোট ১২টি ডিজাইন এই বিশেষ কালেকশনে স্থান পেয়েছে। গ্রাফিক টি-শার্টে আছে ব্রিটনির প্রতীকী ছবি; যা তার ফ্যানদের মাঝে দারুণ আগ্রহ তৈরি করেছে। এ ছাড়া আছে ক্যাপ, জ্যাকেট, জিনস ও স্টাইলিশ অ্যাকসেসরিজ। জুনের প্রথম সপ্তাহে কালেকশনটি প্রকাশ পায়। এটি অনলাইন এবং ব্র্যান্ডটির নির্বাচিত স্টোরে পাওয়া যাচ্ছে।

গুচির জিজির প্রত্যাবর্তন

ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড গুচির আইকনিক লোগো প্রথমবারের মতো ব্যবহার করা হয় ষাটের দশকে। এই লোগোতে ইংরেজি অক্ষর জি দুবার ব্যবহৃত হয়েছে। কারণ, গুচির প্রতিষ্ঠাতা গুচিও গুচির নামের আদ্যক্ষরে আছে জি। এটি তৈরি করেছিলেন গুচিওর পুত্র অ্যাল্ডো গুচি। নব্বইয়ের দশক থেকে কয়েকবার এই লোগোতে সৃজনশীল পরিবর্তন আনা হয়। শেষমেশ এ বছরের জুন মাসে সদ্য বিদায়ী ক্রিয়েটিভ ডিরেক্টর সাবাতো দে সার্নো পুনরায় ফিরিয়ে আনেন সেই ক্ল্যাসিক লোগো। আধুনিক দৃষ্টিকোণ থেকে টেক্সচারে যোগ করা হয়েছে আরও সূক্ষ্মতা। সাইজ ও প্যাটার্নে এসেছে পরিবর্তন। পুরোনো ভিনটেজ লুকে যোগ করা হয়েছে সমসাময়িক ছোঁয়া। ক্যাম্পেইনটিতে অংশ নিয়েছেন আমেরিকান মডেল ও অভিনেত্রী এমিলি রাটাকাওস্কি। গেল মাসের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইনে পাওয়া যাচ্ছে এই নতুন লোগো সংযুক্ত ব্যাগ।

শ্যানেলের নেভওল্ড

টেকসই তত্ত্বকে গুরুত্ব দিয়ে নতুন এক উদ্যোগ নিয়েছে ফরাসি বিখ্যাত ব্র্যান্ড শ্যানেল। নাম দিয়েছে নেভওল্ড; যা মূলত নেভার ওল্ড শব্দযুগলের সংক্ষিপ্ত রূপ। পুরোনো পণ্যকে পুনর্ব্যবহারের উপযোগী করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এই বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্ম। রিসাইকেলড ফাইবার থেকে তৈরি হবে উচ্চ মানের ম্যাটেরিয়াল। লাক্সারিয়াস স্ট্যান্ডার্ড বজায় রেখে। ধরণীর পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও আছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা। উৎপাদন বর্জ্য ব্যবহার করে নতুন পণ্য তৈরির চেষ্টাও চলবে এখানে। নেভওল্ড শ্যানেলের পৃষ্ঠপোষকতায় তৈরি হলেও অন্যান্য ব্র্যান্ডের ম্যাটেরিয়াল প্রোভাইডার হিসেবে কাজ করবে। সার্কুলার ম্যাটেরিয়াল ইকোসিস্টেম মেনে কার্যক্রম পরিচালনা করবে।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top