লোগো I লিগ্যাসি ফেন্ডি
ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড। হাই এন্ড ক্লদিং, অ্যাকসেসরিজ এবং লেদারগুড তৈরি করে বিখ্যাত। তাদের সিগনেচার প্রোডাক্ট হিসেবে সমাদর পেয়েছে বুগাত্তি ব্যাগ। ১৯২৫ সালে রোম শহরে দুই ফ্যাশন ডিজাইনার অ্যাডেলে ক্যাসাগ্রান্ডে এবং এডওয়ার্ড ফেন্ডি এই লেবেল শুরু করেন। প্রাথমিকভাবে লেদার আর ফার নিয়ে কাজ করলেও পরে কলেবরে বেড়েছে। রেডি টু ওয়্যার, জুতাসহ নানা অনুষঙ্গ—সবই আছে এখন তাদের প্রোডাক্ট লাইনে।
ফেন্ডির লোগোতে স্থান পেয়েছে একটি ইংরেজি অক্ষর। কিন্তু লেখা হয়েছে দুবার। সে আবার কেমন? ডাবল এফ ব্যবহারে তৈরি করা হয়েছে লোগো। একটি এফ ওপরের দিকে আর বাকিটা তার নিচে—এমনটাই মনে হয় লোগোতে নজর রাখলে। এই নকশা তৈরি করে দিয়েছিলেন বিশ্ববিখ্যাত ডিজাইনার কার্ল লেগারফেল্ড। সেটাও ১৯৬৫ সালের কাহিনি।
টাইপোগ্রাফি
ফেন্ডির লোগোর নকশা জটিল নয়; সরল। তবে সেখানেও কায়দা করে মুনশিয়ানা দেখিয়েছেন কার্ল। সান্স শেরিফ ফন্ট ব্যবহারে সম্পন্ন করা হয় এই লোগো। ভারসাম্যতা ও পরিশীলিততা—দুই-ই প্রকাশ পেয়েছে। এই ডবল এফের লোগো দেখা যায় ব্যাগ, বেল্ট, জুতা ও গার্মেন্টস প্রোডাক্টে।
রং
ফেন্ডির ডাবল এফ লোগো দেখা গেছে তিন রঙে—কালো, সোনালি ও বাদামি। বাদামির শেড বেছে নেওয়ার পেছনে আছে লেদার আর ফার ব্যবহারের পুরোনো ইতিহাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি। শিকড়ে ফিরে যাওয়ার গল্প। আর সাদা ও কালো, সে তো চিরন্তন।
ফ্যাশন ডেস্ক
ছবি: ইন্টারনেট