পোর্টফোলিও I রেশমে বোনা কাব্য
বর্ষা আর সিল্ক শাড়ির সন্ধি বড্ড আবেগঘন। সেলুলয়েড আর রুপালি পর্দার কারিশমায় সিল্কের সঙ্গে বৃষ্টির ঐকতান নস্টালজিক। ব্যবহারের উপযোগিতাও কারণ বটে। শুরুয়াত রেশম পোকায়। সমাপ্তি শাড়িপ্রেমীর গায়ে। বারো হাত কাপড়ে হাজারটা গল্প। প্রকৃতির আশীর্বাদ যেন। উৎসব আর নিত্যদিনের কারিকুরি—দুই পর্বেই প্রেম বেশ ঘন। বাংলাদেশি ফ্যাশনে তাই আবেদন চিরন্তন। কখনো সাদাটে, কখনো ন্যাচারাল ডাই তো কখনো আবার রং ঝলমলে—সবেতেই বাজিমাত

আড়ং

ক্লাবহাউস

লা রিভ
মডেল: ইলা ও উষ্ণতা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: আড়ং, ক্লাবহাউস, লা রিভ
ছবি: কৌশিক ইকবাল