skip to Main Content
আবর্জনার স্তূপে ফ্যাশন শো

চিলির আতাকামা মরুভূমি। বিশাল মরুভূমির এক বিরাট অংশ জুড়ে আবর্জনার স্তূপ। পোশাক ফেলে এই স্তূপ এতই বিরাট, মহাকাশ থেকেও নজরে পড়বে! এই পোশাকগুলো আনা হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো হাজার হাজার মাইল দূরের দেশ থেকে।

‘দ্য গার্ডিয়ান’সূত্রে জানা যায়, প্রতি বছর ৬০ হাজার টন ব্যবহৃত পোশাকপণ্যের শেষ গন্তব্য হয় চিলি। জাতিসংঘের সর্বশেষ তথ্যমতে, সেকেন্ডহ্যান্ড ক্লোদের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ এটি।

এইসব পোশাকের কিছু অংশ বিক্রি হয় সেকেন্ডহ্যান্ড মার্কেটগুলোতে; তবে অন্তত ৩৯ হাজার টন পোশাককে অবৈধভাবে স্তূপ করে ফেলে দেওয়া হয় আতাকামায়।

এই মরুভূমি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা দুনিয়ার পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে। অথচ এই বিশাল আবর্জনার স্তূপের পাশে যাদের বসবাস, তাদের জীবন দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে সম্প্রতি এক ব্যতিক্রমী ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল ওই আবর্জনার স্তূপে। ‘আতাকামা ফ্যাশন উইক ২০২৪’ শিরোনামে। তাতে ব্রাজিলিয়ান স্টাইলিস্ট ও ভিজ্যুয়াল আর্টিস্ট মায়া রামোসের নকশাকৃত পোশাক পরে ক্যাটওয়াক করেন আটজন চিলিয়ান মডেল।

বলে রাখা ভালো, মায়া তার এই কালেকশন তৈরি করেছেন ওই স্তূপ থেকে বেছে নেওয়া পোশাকপণ্য দিয়ে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top