ঈদ সামনে রেখে প্রস্তুতি চলছে সবখানেই। ফ্যাশন ব্র্যান্ড ইজিও ক্রেতাদের সামনে হাজির হয়েছে আরামদায়ক ও নান্দনিক পোশাকের বিপুল সমাহার নিয়ে। ইজি সব সময় সুতি কাপড়কে প্রাধান্য দিয়ে আসছে। এবারও ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে বর্ণিল পোশাক এনেছে জনপ্রিয় এই ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির বিশেষ আয়োজনে থাকছে টি-শার্ট ও পোলো শার্ট। এ ছাড়া আরও রয়েছে কালারফুল ক্যাজুয়াল-ফরমাল শার্ট, শার্ট, লং পাঞ্জাবি ও প্যান্ট। প্রতিটি শোরুমেই পাওয়া যাবে ইজির নতুন কালেকশন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বগুড়া, বরিশাল, নরসিংদী, ফেনীসহ সারা দেশে ইজির শোরুম রয়েছে। এই শোরুমগুলো থেকে নতুন কালেকশনের এসব পোশাক পাইকারি ও খুচরা কিনতে পারবেন ক্রেতারা। ইজির ঈদ আয়োজনে মডেল হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সব ধরনের পোশাকের দাম থাকবে ক্রেতাদের হাতের নাগালে। টি-শার্ট পাওয়া যাবে ২০০ থেকে ৪০০ টাকা, শার্ট মিলবে ১২০০ থেকে ২৫০০ টাকা, পাঞ্জাবির দামও থাকবে ক্রেতাদের সাধ্যের মধ্যে। এটি মিলবে ৮০০ থেকে ৩০০০ টাকা। পোলো শার্ট ৮০০-১২০০ এবং প্যান্ট ১০০০ থেকে ৩০০০ টাকা। এসব পণ্য পেতে যোগাযোগ করা যেতে পারে ইজির ওয়েব পেজে।
Related Projects