২২ এপ্রিল মুম্বাইয়ের লীলা হোটেলে শুরু হচ্ছে ইন্ডিয়া ইন্টিমেট ফ্যাশন উইক সিজন টু। এবারের ফ্যাশন শোতে থাকছে নারী ও পুরুষের অন্তর্বাসসহ ইনার পোশাকের সমাহার। শোতে অংশগ্রহণ করবেন বিভিন্ন ডিজাইনার এবং ফ্যাশন ব্র্যান্ড। আয়োজক মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটি। এতে অংশ নিচ্ছেন হংকংয়ের গয়না ডিজাইনার মোনা শ্রফ, ডিজাইনার রশ্মি সনাঙ্কি, আইএনআইএফডি বান্দ্রা শো এবং গ্র্যান্ড ফিনালে শোর ফিলিপিনো ডিজাইনার জেফ এলবিআ। শোতে গ্ল্যামার যোগ করতে থাকবে কমান্ডো ২ খ্যাত বলিউড অভিনেতা ঠাকুর অনুপ সিংয়ের হাঁটা। নিরাজ জাওয়াঞ্জাল এই ফ্যাশন শোর উদ্ভাবক।
Related Projects
মোহাম্মদ ইকবালের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘সাইলেন্ট রেভেলেশনস’
- April 18, 2018
এজ, দ্য ফাউন্ডেশনের আয়োজনে শুরু হচ্ছে শিল্পী মোহাম্মদ ইকবালের