একুশে ফেব্রুয়ারি আজ শুধু বাঙালির শোক দিবস নয়, একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। বাঙালি আজ একুশ পালন করে গর্ব ও ভাষার প্রতি ভালোবাসা নিয়ে। কবি অনিল সরকারের লেখা একুশে ফেব্রুয়ারি কবিতার চরণ ‘একুশ বাঁচে অবিরত’ এই পঙ্ক্তি উপজীব্য করে দেশীয় ফ্যাশন হাউস সাদাকালো তাদের একুশের পোশাকের কালেকশন সাজিয়েছে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট, টি-শার্ট, উত্তরীয়সহ থাকছে যুগল ও বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম একুশের বিশেষ পোশাক। কবিতার চরণের সঙ্গে বাংলার বর্ণমালাকে ব্যবহার করা হয়েছে ব্লক, স্ক্রিন প্রিন্ট এবং এমব্রয়ডারিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে সাদাকালোর সব শোরুমে চলছে একুশের পোশাক প্রদর্শনী।
Related Projects
দেশে মার্সিডিজ-বেঞ্জের ইভি লাইনআপ
- May 7, 2024
অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেড বাংলাদেশে মার্সিডিজ-বেঞ্জ ইকিউ লাইনআপের ছয়টি ভিন্ন মডেল চালু করেছে
আর্কা ফ্যাশন উইক: আসছে দ্বিতীয় আসর
- May 12, 2024
আর্কা ফ্যাশন উইকের মূল উদ্দেশ্য পোশাক রপ্তানিকারক থেকে ফ্যাশন রপ্তানিকারক দেশে বাংলাদেশের উন্নীত হওয়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করা। পাশাপাশি আমাদের সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশি ব্র্যান্ড ও রিটেইল লেবেলগুলোর সাফল্যে অবদান রাখা
টুয়েলভের ঈদ কালেকশন
- March 10, 2024
কাপড়ের ক্ষেত্রে শতভাগ তুলার ব্যবহার করেই ভোক্তাদের জন্য এবারের ঈদে নিজেদের ওয়েস্টার্ন কালেকশন নিয়ে এসেছে টুয়েলভ ক্লদিং