বর্ষা এলেই যেসব ফুলের কথা প্রথমে মনে পড়ে, কদম অন্যতম। বৃষ্টির ফোঁটার মতোই এ ফুল ফুটে ওঠে প্রকৃতির আঁচলে– নিভৃতে, কোমলতায়, যেন জলভেজা দুপুরের শান্ত প্রতিচ্ছবি! কবিদের কলমে কদম এসেছে শতবার। আমাদের লোকসংস্কৃতিতে এর ছায়া ছড়ানো, বিশেষত বাউল গান আর লোককথায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও কদম এসেছে, ‘কে গেলি বল কদম তলায়?’– এই লাইনেই যেন ফুটে ওঠে বর্ষার অন্তরাল রোমান্স। তবে কদম শুধু রূপ নয়, বরং এক ঋতুর স্মারক। এটা বলে দেয়, বর্ষা এসেছে। কদমের সুবাস ছড়িয়ে পড়ে হাওয়ায়, জানিয়ে দেয়, প্রকৃতি এখন ভালোবাসার মোহে ভিজে।
শহরের মাঝে, কংক্রিটের ভিড়ে কোথাও একটুখানি কদম দেখলেই মন চায় গ্রামে ফিরে যেতে, শালিক-ভরতি আকাশে তাকিয়ে থাকতে, কিংবা বৃষ্টিভেজা মাটির গন্ধে আবার সেই শৈশব খুঁজে নিতে। কদমফুল, যা বাংলার বর্ষার প্রতীক, ভালোবাসার এক মৌন প্রতিচ্ছবি– সেই ফুলকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের পোশাকের গল্প।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ষা এক রোমান্টিক, কখনোবা বিষণ্ন, আবার কখনো উজ্জ্বল আনন্দের যেমন প্রতীক; তেমনি রঙ বাংলাদেশের নতুন পোশাক লাইনেও বর্ষার সেই বহুমুখী রূপ প্রতিফলিত হয়েছে। কদম ফুলের থিমে গড়া এই সংগ্রহের মাধ্যমে ব্র্যান্ডটি বর্ষার স্বতন্ত্র রূপ উদযাপন করেছে, যেখানে প্রতিটি ডিজাইন, রং আর প্যাটার্নে রয়েছে এই ফুলের চমৎকার কারুকার্য।
বিশেষ এই সংগ্রহে ব্যবহৃত কাপড়ের মধ্যে রয়েছে কটন, যা বেশ আরামদায়ক। সঙ্গে স্ক্রিন প্রিন্টে ফুটিয়ে তোলা হয়েছে কদম ফুলের সঙ্গে সবুজের সমারোহ। শাড়িতে ব্যবহার করা হয়েছে কটন ফ্যাব্রিক্স। আর ডিজিটাল প্রিন্টের চমৎকার ফুলেল সৌন্দর্য।
পোশাকের ডিজাইনে কদম ফুলের প্যাটার্ন, রঙের বাহুল্য এবং আবেগী নকশাগুলোর মধ্যে রঙ বাংলাদেশের ঐতিহ্যের প্রতিফলন দেখা যাবে। পরিবারের সকলে মিলে বৃষ্টিবিলাস কিংবা বাইরে কোথাও বর্ষা উদযাপন করতে কদম ফুল থিমের এই ফ্যামিলি সিরিজ হতে পারে আদর্শ।
নতুন সংগ্রহের প্রতি আগ্রহী ক্রেতাদের জন্য রঙ বাংলাদেশের ব্র্যান্ড স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে এই পোশাকগুলো পাওয়া যাচ্ছে। এই বর্ষায় কদম ফুলের সুবাসে নিজেকে সাজান নতুন এক কবিতায়, রঙের ক্যানভাসে।
বর্ষার সাজে কদমের সঙ্গে নিজেকে ফুটিয়ে তুলতে যোগাযোগ করতে পারেন রঙ বাংলাদেশের যেকোনো আউটলেটে। এ ছাড়া ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে অনলাইন শপিংয়ের সুবিধা ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ভেরিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে ফোন বা হোয়াটসঅ্যাপে রয়েছেন সাহায্যকারী, ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে