আমেরিকান পপস্টার কেটি পেরি। ফ্যাশন আইকন হিসেবেও সবার নজর কেড়েছেন। তার কালেকশনে স্থান পেয়েছে সুবাসিত স্যান্ডেল। নিজের ইনস্টাগ্রামে সামার কালেকশনের নতুন স্যান্ডেলের একটি ছবি দিয়ে লেখেন, রোদেলা দিনে হেঁটে চলুন কেটি পেরি কালেকশনের সুবাসিত নতুন স্যান্ডেলে। দ্য জেলি শিরোনামের এই কালেকশনে পাওয়া যাবে লাইম গ্রিন, লেমন ইয়েলো, স্ট্রবেরি রেড, বেরি পারপল, কমলা- এই পাঁচটি রঙের স্যান্ডেল। প্রতিটি স্যান্ডেলই আলাদা ফলের সুবাস ছড়াবে। এগুলো দেখতে অনেকটাই জেলির মতো। কেটি পেরির ভক্ত ও অনুসারীদের গ্রীষ্মের স্টাইল স্টেটমেন্টে আলাদা সুবাস ছড়াতে ইতিমধ্যে কেটি পেরি কালেকশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ফ্রুট সেন্টেড স্যান্ডেল।
Related Projects
মারভেলের আয়োজনে সাফিয়া সাথীর ফ্যাশন শো
- December 13, 2022
সাফিয়া সাথীর নতুন এই ব্রাইডাল কালেকশন প্রদর্শনীতে লাল আর সাদা রংয়ের প্রাধান্য দেখা গিয়েছে।
আর্কা ফ্যাশন উইক সামার ২০২৪: যখন যা থাকছে
- June 12, 2024
মূল উদ্দেশ্য পোশাক রপ্তানিকারক থেকে ফ্যাশন রপ্তানিকারক দেশে বাংলাদেশের উন্নীত হওয়ার প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করা