গাঁজাখুরি গল্প নয়। বিশ্বের অনেক দেশেই গাঁজা এখন বৈধ। না! নেশায় বুঁদ হয়ে থাকার জন্য নয়, চিকিৎসার প্রয়োজনে। সমীক্ষা বলছে, গাঁজায় থাকা মেডিসিনাল প্রোপার্টি শারীরিক অনেক সমস্যাই সারিয়ে তুলতে সক্ষম। কিন্তু ত্বক সমস্যা দূর করতেও যে দুর্দান্ত এটি, তা হয়তো অনেকেরই অজানা। ত্বক শীতলীকরণ ছাড়াও প্রদাহ নিবারক হিসেবে এর গুণাগুণ অতুলনীয়। তাই গাঁজার গাছ থেকে উৎপাদিত সিবিডি অয়েল বা ক্যানাবিডিওল অয়েল ক্রমেই তার ডালপালা ছড়াচ্ছে ন্যাচারাল স্কিন কেয়ার এবং বিউটি প্রডাক্টে। এই তেলে থাকা নন-ইনটক্সিকেটিং কম্পাউন্ড ত্বকের একজিমা সারাতেও কার্যকর। তাই তো ডার্মাটোলজিস্টদের অনুমোদনে তৈরি হচ্ছে গাঁজায় তৈরি লোশন, লিপ, ফেস সিরাম থেকে আই ক্রিম। বড় ব্র্যান্ডের পাশাপাশি বিউটি স্টার্টআপরাও ঝুঁকছে ক্যানাবিস্কিনকেয়ার প্রডাক্ট উৎপাদনে। এমনই একটি স্টার্টআপ বিউটি ব্র্যান্ড কানুকা। যাদের ট্রপিক্যাল প্রডাক্ট লাইনে তৈরি হচ্ছে সিবিডি অয়েল এবং মানুকা হানিতে তৈরি স্কিনকেয়ার প্রডাক্ট। কেভ গ্রিন বিউটি ব্র্যান্ডের সিবিডি অয়েলে তৈরি আই সিরাম তো খুবই জনপ্রিয়। চোখের চারপাশের ফোলা ভাব দূর করে, কালো দাগ ছোপ সারিয়ে তুলতে সাহায্য করে এই ক্রিম। গাঁজায় তৈরি হচ্ছে ব্যথানাশক ময়শ্চারাইজিং বডি লোশন। শুধু স্কিনকেয়ারেই নয়, মাসকারার মতো মেকআপেও সিবিডি অয়েল ব্যবহৃত হচ্ছে হরহামেশাই। গবেষণা চলছে উইড ইনফিউজড পুরো মেকআপ লাইন তৈরির।
Related Projects
যুক্তরাজ্যভিত্তিক সুগন্ধি ব্র্যান্ড লায়লা ব্লাঙ্ক এবার বাংলাদেশে
- July 28, 2019
লায়লা ব্লাঙ্ক, সুগন্ধি ব্র্যান্ড হিসেবে…
উদ্বোধন হলো চামড়াজাত পণ্যের ই পোর্টাল
- May 16, 2018
উদ্বোধন হয়ে গেল চামড়াজাত পণ্যের ই-কমার্স পোর্টালের