সম্প্রতি গুলশানের পুলিশ প্লাজায় স্থান করে নিল ব্ল্যাকের নতুন শাখা। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সায়েদুন্নাহার। আরও ছিলেন দেশের প্রখ্যাত ডিজাইনারসহ টিভি এবং সংগীতাঙ্গনের তারকারা। শোরুমটিতে থাকছে বিভিন্ন বয়সের তরুণ-তরুণীদের পোশাক। যারা পোশাক কিনতে ভারতসহ বিভিন্ন দেশে যান, তাদের কথা বিবেচনা করেই এক্সক্লুসিভ কালেকশনগুলো রাখা হয়েছে ব্ল্যাকের এই আউটলেটে। শাড়ি, থ্রি-পিসসহ অন্যান্য পোশাকে রয়েছে ভারতীয় পোশাকের ডিজাইন ও দেশীয় সংস্কৃতির মিশ্রণ।
Related Projects
প্রিন্স হ্যারি ও মার্কলের বিবাহ
- May 17, 2018
১৯ মে ব্রিটেনের রাজপুত্র হ্যারি এবং যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে।