skip to Main Content
গ্র্যামিতে চোখ ধাঁধানো রেড কার্পেট

ক্যানভাস রিপোর্ট

রোববার (৫ ফেব্রুয়ারি ২০২৩) দিবাগত রাতে, লস অ্যাঞ্জেলেসের ক্রিপটো ডটকম অ্যারেনায় বসেছিল মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসর। মিউজিক ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের দ্য রেকর্ডিং একাডেমি।

জার্মান-আমেরিকান মডেল হেইদি ক্লুম

এবারও এ আসর ঘিরে বসেছিল তারকাদের মিলনমেলা। রেড কার্পেটে উঠেছিল ফ্যাশনের চোখ ধাঁধানো ঝড়! তার কিছু নমুনায় চোখ রাখা যাক, বিজয়ীদের তালিকার ফাঁকে ফাঁকে।

স্ত্রী লরেন হ্যাসিয়ানের সঙ্গে হলিউড তারকা ডোয়াইন জনসন

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ী যারা:

  • অ্যালবাম অব দ্য ইয়ার: হ্যারি স্টাইলস [হ্যারি’স হাউস]
  • বেস্ট নিউ আর্টিস্ট: সামারা জয়
  • রেকর্ড অব দ্য ইয়ার: লিজু [অ্যাবাউট ড্যাম টাইম]
  • সং অব দ্য ইয়ার: বনি রেইট [জাস্ট লাইক দ্যাট]

আমেরিকান সিঙ্গার লিজু

  • বেস্ট পপ সলো পারফরম্যান্স: অ্যাডেল [ইজি অন মি]
  • বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: বিয়ন্সে [রেনেসাঁ]
  • বেস্ট র‌্যাপ অ্যালবাম: কেনড্রিক ল্যামার [মি. মোরাল অ্যান্ড দ্য বিগ স্টেপারস]
  • বেস্ট মিউজিকা আরবানা অ্যালবাম: ব্যাড বানি [আন ভেরানো সিন তি]

ইতালিয়ান রক ব্যান্ড মানেস্কিন

  • বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: স্যাম স্মিথকিম পিট্রাস [আনহোলি]
  • বেস্ট কান্ট্রি অ্যালবাম: উইলি নেলসন [আ বিউটিফুল টাইম]
  • বেস্ট আরঅ্যান্ডবি সং: বিয়ন্সে [কাফ ইট]

আমেরিকান ইউটিউবার টেসা ব্রুকস

  • বেস্ট পপ ভোকাল অ্যালবাম: হ্যারি স্টাইল [হ্যারি’স হাউস]
  • বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: বিয়ন্সে [ব্রেক মাই সোল]

আমেরিকান র‌্যাপার কার্ডি বি

  • বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: উটার কেলারম্যান, জেকস ব্যান্টউইনি, নমকেবো জিকোদে [বেইথি]
  • বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স: উইলি নেলসন [লাইভ ফরেভার]
  • বেস্ট আরঅ্যান্ডবি পারফরম্যান্স: মিউনি লং [আওয়ারস অ্যান্ড আওয়ারস]
  • বেস্ট র‌্যাপ পারফরম্যান্স: কেনড্রিক ল্যামার [দ্য হার্ট পার্ট ফাইভ]

আমেরিকান মডেল ব্ল্যাক চায়না

  • বেস্ট মেটাল পারফরম্যান্স: অজি অসবর্ন ফিচারিং টনি ইয়োমি [ডিগ্রেডেশন রুলস]
  • বেস্ট রক পারফরম্যান্স: ব্র্যান্ডি কার্লি [ব্রোকেন হর্সেস]
  • বেস্ট রক অ্যালবাম: অজি অসবর্ন [প্যাশেন্ট নাম্বার নাইন]
  • বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: ওয়েট লেগ [ওয়েট লেগ]
  • বেস্ট ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স: বিয়ন্সে [প্লাস্টিক অব দ্য সোফা]
  • বেস্ট প্রগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: স্টিভ লেসি [জামিনি রাইটস]

আমেরিকান তারকা-জুটি মেগান ফক্স ও মেশিন গান কেলি

  • বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: রবার্ট গ্ল্যাসপার [ব্ল্যাক রেডিও থ্রি]
  • বেস্ট র‌্যাপ সং: কেনড্রিক ল্যামার [দ্য হার্ট পার্ট ফাইভ]
  • বেস্ট কমেডি অ্যালবাম: ডেভ চ্যাপেল [দ্য ক্লোজার]
  • বেস্ট ফোক অ্যালবাম: ম্যাডিসন কানিংহাম [রিভিলার]
  • বেস্ট কান্ট্রি সং: কডি জনসন [টিল উই কান্ট]

আমেরিকান পপস্টার ও অভিনেত্রী জেনিফার লোপেজ

সূত্র: দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক পোস্ট, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top